Advertisment

কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে মোকাবিলায় প্রস্তুত ভারত

'নিজেদের তুলে ধরার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা যে মাথা নিচু করব না সে উদাহরণ আমরা আপনাদের আগেও দিয়েছি। ওরা যখন নীচে নামবে আমরা তখন মাথা উঁচু করেই থাকব।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মোদী ট্রাম্প

প্রস্তুত ভারত। রাষ্ট্রসংঘে পাকিস্তান কাশ্মীর ইস্যু তুললে প্রত্যুত্তর দেওয়া হবে। মাথা উঁচু করেই ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার খতিয়ান বিশ্বমঞ্চে তুলে ধরা হবে ভারতের পক্ষ থেকে। রাষ্ট্রসংঘের সাধারনসভায় যোগ দিতে আমেকিয়ায় উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তার আগে দৃঢ় কণ্ঠে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করলেন রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন।

Advertisment

কাশ্মীর ইস্যুকে তুলে ধরে আন্তর্জাতিক মহলকে পাশে পাওয়ার চেষ্টা জারি রেখেছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মঞ্চকেও ব্যবহার করার সুযোগ পুরোদমে কাজে লাগাতে চাইবে ইসলামাবাদ। ভারত কীভাবে তার মোকাবিলা করবে? জবাবে ইন্ডিয়ান এক্সপ্রেসকে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেন, 'আন্তর্জাতিক মঞ্চে কোনও দেশের দৃষ্টিভঙ্গি কী হবে সেই গতিপথ তারাই স্থির করবে। ইমরান খান বেনজির ভুট্টো, নাওয়াজ শরিফ, সৈয়দ খকন আব্বাসি ও কুরেশির পথেই অনুসরণ করবেন। তাতে কেউ মাথা নিচু করতে পারে। আমাদের দায়িত্ব নিজেদের তুলে ধরা। তারা মাথা নিচু করতে পারে, কিন্তু, আমরা নিজেদের তুলে ধরব।' তাঁর সংযোজন, 'নিজেদের তুলে ধরার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা যে মাথা নিচু করব না সে উদাহরণ আমরা আপনাদের আগেও দিয়েছি। ওরা যখন নীচে নামবে আমরা তখন মাথা উঁচু করেই থাকব।' উদাহরণ দেওয়ার সময় মিশেল ওবামার কথাও টেনে আনেন তিনি।

আরও পড়ুন: ‘চুলের মুঠি ধরে টেনেছে এই ছেলেটাই’, চিহ্নিত করলেন বাবুল সুপ্রিয়

আগামী ২১ থেকে ২৭ সেপ্টেম্বর আমেরিকা সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিউস্টনে ইন্দ-মার্কিন ভারতীয় গোষ্ঠীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ওই অনুষ্ঠানেই থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপর, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দেওযার কথা প্রধানমন্ত্রীর। তারই চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত আকবরউদ্দিন ও আমেরিকায় নিযুক্ত বারতীয রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। স্থানীয় সময়ে শনিবার বিকেলে হিউস্টনের 'হাউডি মোদী' অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী।

আমেরিকার বিমান ধরার আগে প্রধানমন্ত্রী মোদী ভারত-মার্কিন সম্পর্ক পোক্ত করার বিষয় তুলে ধরেন। জানান, 'ভারতে যে সব ধরণের সুযোগ রয়েছে তাই বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার কাজ করে যাব।'

Read the full story in English

jammu and kashmir Donald Trump narendra modi
Advertisment