Advertisment

আরও কমল করোনার দৈনিক সংক্রমণ, মার্চের পর সর্বনিম্ন মৃত্যু

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৭১৯।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 11,451 new COVID19 cases 8 November 2021

ফাইল ছবি।

উৎসবের মরশুমে দেশে করোনা স্বস্তি। গত ২৪ ঘণ্টায় আরও কমল সংক্রমণ, কমেছে মৃত্যুও। পাল্লা দিয়ে একলাফে অনেকটাই কমল করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। সব মিলিয়ে রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী পুজো শেষে করোনা-স্বস্তি।

Advertisment

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ১৪৪ জনের। মার্চের পর থেকে মৃত্যুর এই পরিসংখ্যান সর্বনিম্ন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৭৮৮ জন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৭১৯। তবে ইতিমধ্যেই সংক্রমণমুক্ত হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ১৯ হাজার ৭৪৯ জন। বর্তমানে দেশে করোনা অ্যাক্টিভ কেস ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৬। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫২ হাজার ১২৪। দেশে এই মুহূর্তে করোনায় সুস্থতার হার ৯৮.১ শতাংশ।

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচিতে আরও বেশি গতি আনতে তৎপরতা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে করোনা টেস্টেও জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ৯৭ কোটি ৬৫ লক্ষ ৮৯ হাজার ৫৪০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৪১ লক্ষ ২০ হাজার ৭৭২ জন করোনার টিকা পেয়েছেন।

করোনার প্রথম ধাক্কা সামলে ওঠার পরপরই সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। ২০২০-এর ৭ অগাস্ট দেশের মোট সংক্রমণ ২০ লক্ষের গণ্ডি ছাড়িয়েচিল। ঠিক তার ১৬ দিনের মাথায় অর্থাৎ ২৩ অগাস্ট দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে যায়। ২০২০-এর ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ ও ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ ছাড়িয়ে যায় সংক্রমিতের সংখ্যা।

আরও পড়ুন- উদ্বেগ বাড়াচ্ছে আফগানিস্তান, আগামী মাসেই বৈঠকের তোড়জোড় ভারতের

সংক্রমণের বিদ্যুৎ গতি দেখেছে দেশ। সে বছরেরই ২৮ সেপ্টেম্বর দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৬০ লক্ষের গণ্ডি অতিক্রম করে। শেষমেশ গত নভেম্বরের ২০ তারিখ দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যায়। এরপর চলতি বছরে ৪ মে দেশের মোট সংক্রমণ ২ কোটির গণ্ডি ছাড়ায়। জুন মাসে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে যায়।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19 health Ministry
Advertisment