Advertisment

কড়াকড়িতে সংক্রমণ-গ্রাফ নিম্নমুখী, কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে পাঁচ রাজ্য

করোনা-বিপদ গ্রাস করে রয়েছে গোটা দেশকে। সংক্রমণ এড়াতে আরও বেশ কিছুদিন সতর্ক থাকা একান্তভাবে জরুরি বলেই মত বিশেষজ্ঞদের।

author-image
IE Bangla Web Desk
New Update
India recorded 1,68,063 new Covid19 cases 11 january 2022 omicron

গতকালের চেয়ে দেশের দৈনিক সংক্রমণ খানিকটা কমেছে।

গতকালের চেয়ে দেশের দৈনিক সংক্রমণ খানিকটা কমেছে। করেনার মাত্রাছাড়া সংক্রমণে লাগাম পরাতে রাজ্যে-রাজ্যে জারি একাধিক বিধি-নিষেধের ফল মিলছে, এমনই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে স্বাস্থ্যমন্ত্রকের এই পরিসংখ্যানে স্বস্তির জায়গা নেই বলেই মনে করছেন তাঁরা। তাঁদের মতে, করোনা-বিপদ গ্রাস করে রয়েছে গোটা দেশকে। সংক্রমণ এড়াতে আরও বেশ কিছুদিন সতর্ক থাকা একান্তভাবে জরুরি বলেই মত বিশেষজ্ঞদের।

Advertisment

অন্যদিকে, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, তামিলনাড়ু ও কর্নাটকের মতো রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক। প্রতিদিন হাজার-হাজার মানুষ এই রাজ্যগুলিতে নতুন করে আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ মোকাবিলায় আরও কী কী পদক্ষেপ করা যায় তা নিয়ে প্রতিনিয়ত এই রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা।

দেশজুড়ে লাগামছাড়া সংক্রমণ। রাজ্যে-রাজ্যে কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ভাইরাস। হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। তবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া মঙ্গলবার সকালের পরিসংখ্যান খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। গতকালের চেয়ে দৈনিক সংক্রমণ ৬ শতাংশ কমেছে।

সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৫৮ লক্ষ ৭৫ হাজার ৭৯০। দেশে করোনা পজিটিভিটি রেট ১০.৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ২৭৭ জনের। মাত্রাছাড়া সংক্রমণের জেরে দেশে বেড়েই চলেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬।

আরও পড়ুন- ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার নিয়ন্ত্রণেই

অন্যদিকে, করোনার অত্যন্ত সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে দেশজুড়ে। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৬১। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এখনও পর্যন্ত এই রাজ্যে ১২৪৭ জন ওমিক্রনে কাবু। মরুরাজ্য রাজস্থানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৪৫। রাজধানী দিল্লিতে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫৪৬।

এই আবহে সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজের প্রয়োগ। চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ ফ্রন্টলাইন ওয়ার্কারদের দেওয়া হচ্ছে করোনার বুস্টার ডোজ। এছাড়া ষাটোর্ধ্ব কোমর্বিডিটি থাকা প্রবীণ নাগরকিরাও পাচ্ছেন করোনার বুস্টার ডোজ। গতকাল দেশজুড়ে ৯ লক্ষ ৬৮ হাজার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

Read full story in English

coronavirus COVID-19 Omicron
Advertisment