দেশে সোমবারের তুলনায় মঙ্গলবার কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১,২৪৭ জন। যা সোমবারের থেকে ৪৩ শতাংশ কম। গতকাল ২১৮৩ জন দেশে সংক্রমিত হয়েছিলেন। রবিবারের পরিসংখ্যানের থেকে দ্বিগুণ।
তবে দেশের কোভিড গ্রাফ স্বস্তি দিলেও রাজধানীর পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৫০১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। দিল্লিতেই একদিনে সর্বাধিক আক্রান্ত। এর পরেই রয়েছে হরিয়ানা। সেখানে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার জেরে তড়িঘড়ি মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে হরিয়ানা সরকার।
গত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের মৃত্যু হয়েছে কোভিডে। এখনও পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৯৬৬ জনের। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। দেশে এখন সক্রিয় আক্রান্ত বেড়ে হয়েছে ১১ হাজার ৮৬০। যা উদ্বেগে রেখেছে স্বাস্থ্যমন্ত্রককে।
আরও পড়ুন বিরাট প্রতারণা চক্র Amway India-র, ৭৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯২৮ জন। সুস্থতার হার এখন দেশে ৯৮.৭৬ শতাংশ। দিল্লির পার্শ্ববর্তী এলাকাগুলিতে নাগরিকদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে উত্তরপ্রদেশ সরকার। উত্তর ভারতে আচমকা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। যা চিন্তায় রেখেছে সরকারকে।