পরপর দু'দিন করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজারের নীচে থাকলেও বৃহস্পতিবার এক ধাক্কায় ২২ হাজারের গণ্ডি পেরোল আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে উৎসবের মরশুম শুরুর ঠিক মুখে নিঃসন্দেহে করোনার এই পরিসংখ্যান চিন্তা বাড়াচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৩১ জন। একইসঙ্গে বেশ কিছুদিন পর দেশে করোনায় দৈনিক মৃত্যু তিনশো পার।
পুজোর মুখে চিন্তা বাড়াচ্ছে করোনা। একলাফে ২২ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করেনামুক্ত হয়েছেন ২৪ হাজার ৬০২ জন। একদিনে দেশে করোনার বলি আরও ৩১৮। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ২ লক্ষ ৪৪ হাজার ১৯৮। সব মিলিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩৮ লক্ষ ৯৪ হাজার ৩১২। যদিও ইতিমধ্যেই তাঁদের মধ্যে ৩ কোটি ৩২ লক্ষ ২৫৮ জন করোনামুক্ত হয়েছেন।
করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪৯ হাজার ৮৫৬ জন। সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে টিকাকরণ অভিযান জারি রয়েছে। এখনও পর্যন্ত দেশের ৯২ কোটি ৬৩ লক্ষ ৬৮ হাজার ৬০৮ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই টিকা দেওয়া হয়েছে ৪৩ লক্ষ ৯ হাজার ৫২৫ জনকে। দেশের মধ্যে এই মুহূর্তে করোনার সর্বাধিক সংক্রমণ দক্ষিণের রাজ্য কেরলে। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে করোনায় কাবু ২ হাজার ৬১৬ জন। একদিনে কেরলে করোনার বলি আরও ১৩৪।
আরও পড়ুন- লখিমপুর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা, আজ শুনানি
পুণের সেরাম ইন্সটিটিউটে তৈরি হচ্ছে করোনার প্রতিষেধক কোভিশিল্ড। পুণে বিমানবন্দর থেকেই তা দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। তবে রানওয়ের রিসার্ফেসিংয়ের কাজের জেরে আগামী ১৬-৩০ অক্টোবর পর্যন্ত একটানা বন্ধ থাকবে পুণে বিমানবন্দর। ফলে পুণে থেকে করোনার প্রতিষেধক এয়ারলিফ্টিং নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে ভারতীয় বায়ুসেনার তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবা বন্ধ থাকলেও এই ১৪ দিন কোভিশিল্ড ভ্যাকসিন এয়ারলিফ্টিংয়ের কাজ মসৃণ গতিতেই চলবে। এক্ষেত্রে কোনও সমস্যা তৈরি হবে না।
Read full story in English
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন