Advertisment

১৬০ দিনে সর্বনিম্ন সংক্রমণ দেশে, আরও কমল সক্রিয় রোগীর সংখ্যা

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৩৮৯৷

author-image
IE Bangla Web Desk
New Update
India records 25,072 new covid-19 cases on 23 august, 2021

কোভিড টেস্ট করাচ্ছেন এক মহিলা

আরও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ৷ স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের কোভিড পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে বিশেষজ্ঞদেরও৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৭২ জন৷ গত ১৬০ দিনে এটিই দেশের সর্বনিম্ন সংক্রমণ৷ এরই পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে একদিনে দেশে মৃত্যু হয়েছে আরও ৩৮৯ জনের৷

Advertisment

সংক্রমণে লাগাম টানতে রাজ্যে-রাজ্যে জারি থাকা বিধি-নিষেধের ফল মিলছে৷ দেশের দৈনিক সংক্রমণ সোমবার বেশ খানিকটা কমেছে৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় কাবু ২৫ হাজার ৭২ জন৷ একদিনে করোনামুক্ত হয়েছেন ৪৪ হাজার ১৫৭ জন৷ সব মিলিয়ে সোমবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৪ লক্ষ ৪৯ হাজার ৩০৬ জন৷ যাঁদের মধ্যে ৩ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার ৬২৬ জনই করোনামুক্ত হয়েছেন৷ বর্তমানে দেশে ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন৷ সোমবার পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৪ হাজার ৭৫৬ জন৷

করোনার সংক্রমণ এড়াতে জোরদার তৎপরতার সঙ্গে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি চালানো হচ্ছে৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ৫৮ কোটি ২৫ লক্ষ ৪৯ হাজার ৫৯৫ জনের করোনার টিকাকরণ হয়েছে৷ গত ২৪ ঘণ্টাতেই দেশে ৭ লক্ষ ৯৫ হাজার ৫৪৩ জনের টিকাকরণ হয়েছে৷

আরও পড়ুন- পঞ্জশির দখলে মরিয়া তালিবান, যোগ্য জবাবে তৈরি মাসুদের বাহিনী

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে এখনও একাধিক রাজ্যে বিধি-নিষেধ জারি রয়েছে৷ হরিয়ানা সরকার আরও ১৫ দিনের জন্য রাজ্যে করোনা সংক্রান্ত বিধি-নিষেধের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে৷ আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত হরিয়ানায় করোনা সংক্রান্ত বিধি-নিষেধ জারি থাকবে৷ গোয়াতেও কোভিড কার্ফুয়ের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Union Health Ministry Corona India
Advertisment