Advertisment

করোনা স্বস্তি জারি, আরও কমল দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় কেরলে ফের দৈনিক সংক্রমণ ২০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রেও।

author-image
IE Bangla Web Desk
New Update
India records 27,254 new covid-19 cases on 13 september, 2021

দেশের করোনা-গ্রাফ নিম্নমুখী

সপ্তাহের প্রথম দিনে করোনা স্বস্তি জারি রইল দেশে। গত ২৪ ঘণ্টায় দেশের করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে নতুন করে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৭ হাজারের মধ্যে প্রায় ২৪ হাজারই কেরল ও মহারাষ্ট্রের বাসিন্দা।

Advertisment

রবিবারের পর সোমবারও দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় আরও কমেছে সংক্রমণ, কমেছে মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, একদিনে ফের নতুন করে করোনায় কাবু ২৭ হাজারের কিছু বেশি মানুষ। সব মিলিয়ে রবিবার পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৩ লক্ষ ৬৪ হাজার ১৭৫ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯। ইতিমধ্যেই দেশে ৩ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩২ জন করোনামুক্ত হয়েছেন। রবিবার পর্যন্ত দেশে করোনায় মৃত্যু বেড়ে ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪।

কেরল ও মহারাষ্ট্রে সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষত কেরলে ফের দৈনিক সংক্রণণ ২০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। রবিবার কেরলে নতুন করে ২০ হাজার ২৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু ৬৭ জনের। সব মিলিয়ে কেরলে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩ লক্ষ ৭৫ হাজার ৪৩১ জন। সংক্রমণ ছড়াচ্ছে মহারাষ্ট্রেও। রবিবার মারাঠাভূমে ফের করোনায় কাবু সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। মহারাষ্ট্রে এখনও ৫০ হাজারেও বেশি করোনা সক্রিয় রোগী রয়েছেন।

আরও পড়ুন- সকাল থেকেই বৃষ্টির দোসর ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি কবে থেকে?

সংক্রমণে লাগাম পরাতে দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ অভিযান। তবে রবিবার ছুটির দিনে দেশে টিকাকরণ বেশ কিছুটা কমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৫৩ লক্ষ ৩৮ হাজার ৯৪৫ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশের ৭৪ কোটি ৩৮ লক্ষ ৩৭ হাজার ৬৪৩ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus India Corona health Ministry Covid-19 in India
Advertisment