/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/corona-2.jpg)
কিছুতেই কাটছে না করোনা-উদ্বেগ।
মোটের উপর দেশের সংক্রমণ পরিস্থিতি একই রয়েছে। গতকালের চেয়ে এদিন সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণ। তবে স্বস্তি মিলেছে সক্রিয় রোগীর সংখ্যা কমায়। একইভাবে করোনায় মৃতের সংখ্যাও গতকালের তুলনায় বেশ খানিকটা কমেছে। সব মিলিয়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪১ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ৯ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা কামড়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ১৯০ জন। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ১৮ হাজার ৬০৪।
2,841 new COVID19 cases recorded in India today; Active cases at 18,604 pic.twitter.com/NiNSNT7ILE
— ANI (@ANI) May 13, 2022
দেশে কোভিড অ্যাক্টিভ কেস কমে হয়েছে ০.০৪ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৭৩ হাজার ৪৬০ জন করোনামুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।
আরও পড়ুন- দেশ জুড়েই দাপট অ্যানিমিয়ার, NFHS-এর রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ
রাজধানী দিল্লি, মহারাষ্ট্রে আগের চেয়ে সংক্রমণ কমেছে। বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে হাজারের কিছু বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল মহারাষ্ট্রে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২৩১ জন। যার মধ্যে শুধু মুম্বইয়ে সংক্রমিত হয়েছেন ১৩৯ জন। তবে রাজ্যের করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর। একইভাবে গুজরাত, মধ্যপ্রদেশ, তেলেঙ্গনা, ছত্তীশগড়ের মতো রাজ্যগুলিতেও সংক্রমণ পরিস্থিতি বেশ স্বস্তিজনক।
Read story in English