scorecardresearch

ফের ৩০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ, মৃত্যু কমলেও বাড়ল অ্যাক্টিভ কেস

চিন্তা বাড়াচ্ছে কেরল। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই নতুন করে করোনা আক্রান্ত প্রায় ১৮ হাজার।

India reports 12,514 COVID19 cases 1 November 2021
দিওয়ালির মুখে দেশে করোনা-স্বস্তি।

দেশের কোভিড-গ্রাফ নিম্নমুখী। দৈনিক সংক্রমণ নামল ৩০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ২৯ হাজার ৬১৬। একদিনে করোনায় মৃত্যু ২৯০ জনের। করোনার তৃতীয় ঢেউ নিয়ে দেশজুড়ে চলা আতঙ্কের আবহে প্রতিদিন ওঠানামা করছে দৈনিক সংক্রমণ। করোনার সংক্রমণ রুখতে জোরদার তৎপরতায় দেশে টিকাকরণ জারি রয়েছে। এখনও পর্যন্ত দেশের প্রায় ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক করোনার টিকা পেয়েছেন। এঁদের মধ্যে ২৩ শতাংশ নাগরিকের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে।

করোনা আতঙ্ক পিছু ছাড়ছে না। দেশে উৎসবের মরশুমের মুখে প্রতিদিন ওঠানামা করছে কোভিড-গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ১ হাজারের কিছু বেশি। গতকালের তুলনায় করোনা অ্যাক্টিভ কেস এদিন সামান্য বেড়েছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪৬ হাজার ৬৫৮। ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লক্ষের বেশি মানুষ। যদিও দেশে সুস্থতার হার বাড়ছে। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ।

দক্ষিণের রাজ্য কেরলেই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনায় কাবু ২৯,৬১৬। এর মধ্যে শুধু কেরলেই একদিনে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ হাজার। গোটা দেশের সিংহভাগ করোনা সংক্রমিত রোগীই কেরলের বাসিন্দা। একদিনে কেরলে করোনায় মৃত্যু হয়েছে ১২৭ জনের।

আরও পড়ুন- দুয়ারে দুর্যোগ, মোকাবিলায় তৈরি কলকাতা পুলিশ

এদিকে, সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে দেশজুড়ে চলছে টিকাকরণ অভিযান। রাজ্যে-রাজ্যে টিকাকরণ কর্মসূচিতে আো গতি আনতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এই আবহেই বিশেষ চাহিদাসম্পন্নদের টিকাকরণ নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের। বিশেষ চাহিদাসম্পন্নদের বাড়িতে গিয়ে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: India records 29616 new covid 19 cases on 25 september 2021