/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Covid-live.jpg)
পাটনার একটি স্কুলে দেওয়া হচ্ছে করোনা টিকা
কমেছে ওমিক্রনের দাপট। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও দেশে করোনার সার্বিক ছবিটা অনেকটাই ইতিবাচক। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে ভারত। বিভিন্ন রাজ্যে ফের স্কুলমুখী খুদেরাও। তবে এসবের মধ্যেই সতর্ক থাকার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চিন্তায় রাখছে মৃত্যুহার।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন। যা গতকালের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। তবে স্বস্তি দিয়ে একলাফে অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ২৪০। এই মুহূর্তে ভারতে করোনা পজিটিভিটি রেট কমে ২.৪৫ শতাংশ। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ। দু’বছর পর আজ থেকে বাংলায় খুলে যাচ্ছে প্রাথমিক স্কুলও।
বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫১৪ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ৯ হাজার ৮৭২ জন।
তবে উদ্বেগের মাঝেও আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৮ লক্ষ ৪৩ হাজার ৪৪৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮২ হাজার ৯৮৮ জন। সুস্থতার হার ৯৭.৯৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭২.৮৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ৪১ লক্ষের বেশি। তবে টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১২ লক্ষের ৫১ হাজার ৬৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।