সপ্তাহের দ্বিতীয় দিনে বেশ খানিকটা কমল দেশের দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেশ খানিকটা কমার পাশাপাশি কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও।
করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কালো মেঘ সর্বত্র। উৎসবের মরশুমে দেশের বিভিন্ন প্রান্তে সংক্রমণ একধাক্কায় বেশ খানিকটা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে কেন্দ্র। সেই কারণেই রাজ্যগুলিকে বাড়তি তৎপরতা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে, মঙ্গলবার সকালের কোভিড আপডেট বেশ খানিকটা স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজারের কিছু বেশি মানুষ। একদিনে দেশে করোনার বলি আরও ২৯০।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৪৩। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৯২ ৮৬৪। ইতিমধ্যেই ৩ কোটি ২২ লক্ষ ২৪ হাজার ৯৩৭ জন করোনামুক্ত হয়েছেন। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জন। মারণ ভাইরাসের সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে মসৃণ গতিতে এগোচ্ছে টিকাকরণ অভিযান।
ইতিমধ্যেই দেশের ৬৯ কোটি ৬৮ লক্ষ ৯৬ হাজার ৩২৮ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ১১ দিনে তৃতীয়বারের মতো সোমবারও ভারতে ১ কোটিরও বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, শীঘ্রই দেশে প্রতিদিন ১ কোটি ২৫ লক্ষ মানুষকে করোনা টিকা দেওয়া শুরু হবে।
আরও পড়ুন- আতঙ্কে কাঁপছে এই রাজ্য, নিপার উপসর্গ আরও ১১ জনের
দেশের অন্য রাজ্যগুলিতে করোনার সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে এলেও এখনও দক্ষিণের রাজ্য কেরল ও মহারাষ্ট্রের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগে রেখেছে কেন্দ্রকে। বিশেষ করে কেরলের সংক্রমণ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক আকার নিয়েছে। দেশের ৭০ ভাগ করোনা আক্রান্তই কেরলের বাসিন্দা। গোদের উপর বিষফোঁড়ার মতো কেরল সরকারের অস্বস্তি বাড়িয়েছে নিপার হানা। ইতিমধ্যেই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোরের সংস্পর্শে আসা আরও ২৫১ জনকে চিহ্নিত করে আইসোলেশনে রাখা হয়েছে।
Read full stoty in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন