Advertisment

সপ্তাহের প্রথম দিনে দেশে করোনা-স্বস্তি, সামান্য নিম্নমুখী কোভিডগ্রাফ

রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রেও।

author-image
IE Bangla Web Desk
New Update
India records 3,157 new COVID19 cases 2 may 2022

করোনা কাঁপুনি ধরাচ্ছে বাণিজ্যনগরীতে

সপ্তাহের প্রথম দিনে দেশে করোনা-স্বস্তি। গতকালের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ। যদিও দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা আজ ঊর্ধ্বমুখী। তবে আজও দেশের দৈনিক সংক্রমণ রয়ে গেল তিন হাজারের উপরেই।

Advertisment

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৭ জন। গতকাল এই পরিসংখ্যান ছিল ৩৩২৪। গতকালের তুলনায় সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা খানিকটা হলেও কমেছে। তথ্য বলছে, একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ২৬ জনের।

তবে এদিন উদ্বেগ বাড়িয়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এদিন দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১৯,৫০০। এরই পাশাাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২৭২৩ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। দেশের অন্যান্য রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণ থাকলেও বর্তমানে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রেও।

আরও পড়ুন- করোনা সংক্রমণ নিয়ে বড়সড় আশার কথা শোনাল ICMR

যদিও এরই মাঝেই আশার বাণী শোনাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। দেশে করোনার চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা এই মুহুর্তে নেই বলেই জানিয়েছেন আইসিএমআরের ডিরেক্টর সমীরণ পান্ডা। রবিবার তিনি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দেশে কোভিড সংক্রমণ কিছুটা বাড়লেও এই মুহুর্তে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই’।

তিনি জানান, জেলাভিত্তিক সংক্রমণ কিছুটা বাড়লেও দেশ জুড়ে এই মুহুর্তে লাগামছাড়া সংক্রমণের আশঙ্কা প্রায় নেই বললেই চলে। এরই পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত দেশে করোনার নয়া ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া যায়নি।

coronavirus health Ministry
Advertisment