১১৩ দিন পর ফের কোভিড সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফ ধরা পড়ল আজ রবিরাব। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের আপডেট করা তথ্য অনুসারে নতুন করে করোনাইয় আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। যা গত ১১৩ দিনের মধ্যে সর্বোচ্চ। সেই সঙ্গে একলাফে অনেকটাই বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে দেশে অ্যাকটিভ কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৬১৮।
সেই সঙ্গে কেরলে কোভিডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩০,৭৮১ দেশে এখনও পর্যন্ত মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪.৪৬ কোটি ছাড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ । যেখানে মৃত্যুর হার ১.১৯ শতাংশ রেকর্ড করা হয়েছে।
দেশব্যাপী টিকাদান অভিযানের অধীনে এখনও পর্যন্ত দেশে ২২০কোটির বেশি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।