New Update
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ৮৬৩৫। গত সাত মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। এদিন দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রক। এর আগে পয়লা জুন ১০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ রেকর্ড করেছিল মন্ত্রক। এদিকে, রবিবার প্রায় পাঁচ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে দেশব্যাপী।
Advertisment
তবে, শুধু দৈনিক সংক্রমণ নয়, কমেছে দৈনিক মৃতের সংখ্যা। সোমবার দেশে ৯৪ জন মৃত। এদিকে, সোমবার পর্যন্ত দেশে মোট সংক্রমিত ১,০৭, ৬৬, ২৪৫ জন। এদিকে, গত ৩০ জানুয়ারি দেশে করোনা সংক্রমণের প্রথম বর্ষপূর্তি। সেদিন কেরলে একদিনে সংক্রমিত ৩,৪৫৯ জন। আর মহারাষ্ট্রে সংক্রমিত ১,৯৪৮।
এদিকে, দেশব্যাপী গণটিকাকরণ শুরু এবং দৈনিক সংক্রমণ হ্রাসে অতিমারির শেষের শুরু দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, যেভাবে মাস ধরে সংক্রমণ নিম্নমুখী। আর বড় কোনও বিপদ ভারতের সামনে নেই। দাবি স্বাস্থ্য মন্ত্রকের কর্তাদের।