করোনা অস্বস্তি চরমে। ভারতে ফের হু হু করে বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭২৬ জন। যা গত কালের তুলনায় প্রায় চার হাজার বেশি। কমছে দৈনিক সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৬৫৪ জন। বর্তমানে ভারতে অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২৮২ জন। দৈনিক মৃত্যুর হার ১৫৪।
মহারাষ্ট্রে দ্বিতীয় দফায় দ্রুত ছড়াচ্ছে করোনা ঢেউ। দেশে দৈনিক সংক্রমণের সিংহভাগই হচ্ছে এই রাজ্যে। মারাঠাভূমে দৈনিক সংক্রমণের সংখ্যা ২৫ হাজার ৮৩৩ জন। যা রেকর্ড। গত বছর ১১ সেপ্টেম্বর মহারাষ্ট্রে এক দিনে সংক্রমণের সর্বোচ্চ হার ছিল ২৪ হাজার ৮৮৬। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১২ হাজার ৭৬৪ জন ও মৃত্যু হয়েছে ৫৮ জনের।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জোড়া দেশীয় প্রতিষেধক দিয়ে গণটিকাকরণের মাধ্য়মে চেষ্টা চালানো হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে ৩ কোটি ৯৩ লক্ষ ৩৯ হাজার ৮১৭ জনের টিকাকরণ সম্পূর্ণ। ভারতের করোনা পরিস্থিতি যেমন, তাতে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বনে সামান্য ঢিলেমিও ভয়াবহ হতে পারে। এমনই আশঙ্কা প্রধানমন্ত্রী মোদীর। গত বুধবারই দেশের সব মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি ভিত্তিতে করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক করেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীকে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন