Advertisment

দেশের সব বড় শহরেই কোভিড-গ্রাফ নিম্নমুখী, সামান্য বাড়ল সংক্রমণ হার

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ৯৮৮ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India records new Covid19 omicron cases 25 February 2022

দিল্লিতে কোভিড পরীক্ষার জন্য সোয়াব নমুনা নেওয়ার কাজ চলছে।

লাগাতার নিম্নমুখী দেশের সংক্রমণ। গতকালের চেয়ে এদিন আরও কমেছে করোনার দৈনিক সংক্রমণ। এরই পাশাপাশি এদিন বডসড় স্বস্তি অ্যাক্টিভ কেসেও। তবে সামান্য বেড়েছে পজিটিভিটি রেট। যদিও সাপ্তাহিক করোনা পজিটিভিটি রেট কিন্তু কমেছে।

Advertisment

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৬৬ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু আরও ৩০২ জনের। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ১৩ হাজার ২২৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ৯৮৮ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট করোনামুক্ত হয়েছেন ৪ কোটি ২২ লক্ষ ৪৬ হাজার ৮৮৪ জন।

দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৩৪ হাজার ২৩৫। তবে দেশের দৈনিক সংক্রমণের এই হার গতকালের চেয়ে সামান্য বেড়ে হয়েছে ১.২৮ শতাংশ। দেশে করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৬০ শতাংশ থেকে কমে হয়েছে ১.৪৮ শতাংশ।

দেশের প্রায় সব বড় শহরগুলিতেই করোনার সংক্রমণ নিম্নমুখী। বৃহস্পতিবার বাণিজ্যনগরী মুম্বইয়ে ১১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের। বর্তমানে মুম্বইয়ে করোনামুক্তির হার ৯৮ শতাংশ। শহরের সংক্রমণ পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হওয়ায় দাহিসর, মুলুন্দ ও কাঞ্জুর মার্গের কোভিড-১৯ জাম্বো ট্রিটমেন্ট সেন্টারগুলি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম।

আরও পড়ুন- আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে তৎপর দিল্লি, ইউক্রেন সীমান্তে বিদেশমন্ত্রকের বিশেষ দল

রাজধানী দিল্লিতেও সংক্রমণ পরিস্থিতি এখন নিয়ন্ত্রমে রয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে ৫৫৬ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে, মৃত্যু হয়েছে ৬ জনের। এই মুহূর্তে দিল্লিতে করোনা পজিটিভিটি রেট ১.১০ শতাংশ। গত ১৪ জানুয়ারি দিল্লিতে করোনা পজিটিভিটি রেট ৩০.৬ শতাংশে পৌঁছেছিল। অন্যদিকে চেন্নাইয়েও বৃহস্পতিবার নতুন করে ১৪৪ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে।

গোটা তামিলনাড়ুতেই কোভিডগ্রাফ নিম্নমুখী। এরই পাশাপাশি বেঙ্গালুরুতে বৃহস্পতিবার নতুন করে ৩৫৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে, মৃত্যু হয়েছে ১৪ জনের। কলকাতা শহরে বৃহস্পতিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৮ লক্ষেরও বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লক্ষ ৩ হাজারেরও বেশি সতর্কতামূলক তৃতীয় ডোজ দেওয়া হয়েছে।

Read story in English

coronavirus Omicron India Corona health Ministry
Advertisment