একধাক্কায় আরও কমল দৈনিক সংক্রমণ। কিন্তু দেশে একদিনে কোভিডে মৃত্যু উদ্বেগ বাড়াল। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১.৬৭ লক্ষ মানুষ। কিন্তু মৃত্যু হয়েছে ১১৯২ জনের। গতকাল যে সংখ্যাটা ছিল হাজারের নীচে (৯৫৯)। যা চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের।
দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪.১৪ কোটি। মৃত্যুর সংখ্যা ছাড়াল ৪.৯৬ লক্ষ। দৈনিক সংক্রমণ হার ১১.৬৯ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৫ শতাংশের উপরেই রয়েছে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন আড়াই লক্ষের বেশি মানুষ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৪.৬০ শতাংশ। দেশে সক্রিয় রোগীর সংখ্যআ বর্তমানে ১৭ লক্ষ ৪৩ হাজারের একটু বেশি। মোট আক্রান্তের প্রায় ৪.২০ শতাংশ এখন সক্রিয় রোগী।
এখনও পর্যন্ত দেশে ১৬৬.৬৮ কোটি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। রবিবারই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দেশের ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্কের সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন যোগ্য প্রতি ৪ জন প্রাপ্তবয়স্কের ৩ জন টিকার দুটি ডোজ পেয়েছেন, সমীক্ষায় মিলল তথ্য
এদিকে, দেশের একাধিক রাজ্যে করোনার সংক্রমণ কমলেও উদ্বেগ এখনও যায়নি। বিশেষ করে দক্ষিণের রাজ্য কেরল, কর্নাটক, তামিলনাড়ুর সংক্রমণ পরিস্থিতি এখনও বিপজ্জনক জায়গায় রয়েছে।
কেরলে গত কয়েকদিন ধরে ৫০ হাজারের বেশি মানুষ প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন। সংক্রমণে লাগাম পরাতে বিধি-নিষেধ আরোপ করলেও সুরাহা মিলছে না। স্বাস্থ্যমন্ত্রকের কর্তারাও নিয়মিত কেরল সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন।