করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতবিক্ষত দেশ। বুধবার সব রেকর্ড ভেঙে দিল দৈনিক সংক্রমণ। প্রায় দুই লক্ষ ছুঁইছুঁই আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্ত ১,৮৪,৩৭২ জন। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮২৫।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের। চলতি বছরে প্রথমবার দৈনিক মৃত্যু হাজার পার করল। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৭২ হাজার ৮৫। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লক্ষ ৩৬ হাজার ৩৬ জন। এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ১১ কোটি ১১ লক্ষ ৭৯ হাজার ৫৭৮ জনের। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা যথাক্রমে ১৩ লক্ষ ৬৫ হাজার ৭০৪।
সংক্রমণের নিরিখে দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। তবে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। ভোটের মরশুমে হু হু করে এ রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা এখন প্রায় ৫ হাজার। এতদিনের যাবতীয় যা রেকর্ড সব ভেঙে দিল মঙ্গলবারের রাজ্যের করোনা সংক্রমণের হার। এদের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা কলকাতা।
স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮১৭ জন। মৃত্যুও বেড়েছে। একদিনে মৃত্যু হয়েছে ২০ জনের। এদিনের সংক্রমণে ভেঙে গিয়েছে কলকাতার পুরনো সব রেকর্ডও। নতুন করে শহরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭১ জন।