পরপর দুদিন দেশে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী মৃত্যুর হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭।
সোমবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩.৬৬ হাজারের কিছুটা বেশি। তবে রবিবার এবং শনিবারের তুলনায় ধীরে ধীরে কমছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। যা একপ্রকার আশার আলো। ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের।
সোমবার দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৭৫৪। অর্থাৎ মঙ্গলবার সংখ্যাটা ঊর্ধ্বমুখী। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ লক্ষ ১৫ হাজার ২২১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৯০ লক্ষ ২৭ হাজার ৩০৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ০৮২ জন।
ভারতে এখনও পর্যন্ত ১৭ কোটির বেশি মানুষের টিকাকরণ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৭.২৭ কোটি মানুষের টিকাকরণ হয়েছে ভারতে।