Advertisment

সাড়ে তিন হাজারের নীচে দৈনিক সংক্রমণ, করোনামুক্তির আশায় গোটা দেশ

অ্য়াকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.১২ শতাংশে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata, shambhunath pandit hospital, covid 19 ccu unit, coronavirus

প্রতিকী ছবি।

প্রায় দু'বছর লড়াই! এবার মুক্তির আশায় দিন গুনছে দেশ। সুস্থতার পথে আরও এককদম এগিয়ে গেল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দৈনিক সংক্রমণ নেমে দাঁড়িয়েছে ৪ হাজারের নিচে। কমেছে অ্যাকটিভ কেসও। অর্থাৎ কোভিড লড়াইয়ে অনেকটাই সুস্থ দেশবাসী।

Advertisment

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯৩ জন। গতকালের তুলনায় যা সাড়ে ৮ শতাংশ কম। সেই সঙ্গে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯৪৮। অ্য়াকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.১২ শতাংশে। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রায় সব রাজ্যেই শিথিল হচ্ছে বিধিনিষেধ।

কড়া বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়েই সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে বলেই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এখনও খানিকটা চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় যেমন ভারতে ফের ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যা। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১০৮ জন। গতকাল যা ছিল ৬৬। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৫ হাজার ২১০ জন। তবে অনেকটা স্বস্তি দিয়েছে সুস্থতাঁর পরিসখ্যান।

এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৬ হাজার ১৫০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮ হাজার ৫৫ জন। সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৯ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ২১ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। গতকাল যেমন ৮ লক্ষের ৭৩ হাজার ৩৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

coronavirus Daily Corona cases
Advertisment