/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/covid-treatment-11-1-1.jpeg)
কোভিড থেকে মানসিক চাপ - শারীরিক দুর্বলতা
লকডাউন, কড়া বিধিনিষেধ, টিকাকরণের জোরের মধ্যে দিয়ে করোনার তৃতীয় ঢেউ কার্যত অনেকটাই কাটিয়ে উঠতে সফল দেশ। দৈনিক নিম্নমুখী সংক্রমণই তার প্রমাণ। তবে নতুন বছরে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে মৃত্যু হার। ইতিমধ্যেই যা ছাড়িয়েছে ৫ লক্ষের গণ্ডি। গত কয়েকদিন ধরেই দৈনিক মৃতের সংখ্যা এক হাজার পার করছে। শনিবারের বুলেটিনেও যার ব্যতিক্রম হল না।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন। যা গতকালের তুলনায় অনেকটা কম। গতকাল এই সংখ্যাটা ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৩৯৪ । স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেসও বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৩ লক্ষ ৩১ হাজার ৬৪৮। নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটও। এই মুহূর্তে ভারতে ৭.৯৮ শতাংশ করোনা পজিটিভ রেট। তবে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১০৫৯ জন।দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১ হাজার ১১৪ জন।
India reports 1,27,952 fresh #COVID19 cases, 2,30,814 recoveries, and 1059 deaths in the last 24 hours.
Active cases: 13,31,648
Death toll: 5,01,114
Daily positivity rate: 7.98%
Total vaccination: 1,68,98,17,199 pic.twitter.com/HAWlsyMnp0— ANI (@ANI) February 5, 2022
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৭ হাজার ৯০২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৩০ হাজার ৮১৪ জন। সুস্থতার হার ৯৫.৬৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৮.৯৮ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন পেয়েছেন ৪৭ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১৬ লক্ষের ৩ হাজার ৮৫৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে।