দেশে করোনার দৈনিক সংক্রমণের ওঠানামা জারি রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১০ হাজার ৪৮৮ জন। গতকালের তুলনায় যা সামান্য বেশি। তবে গতকালের চেয়ে এদিন করোনায় মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়েছে। একদিনে করোনার বলি ৩১৩। গতকাল এই সংখ্যা ছিল ২৬৭। তবে স্বস্তি মিলেছে অ্যাক্টিভ কেসে। ৫৩২ দিনে মধ্যে এদিনই সর্বনিম্ন অ্যাক্টিভ কেস দেশে।
মোটের উপর একই রয়েছে করোনার দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৭১৪। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩২৯ জন করোনামুক্ত হয়েছেন। রবিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার ৪১৩। তবে এর মধ্যে ৩ কোটি ৩৯ লক্ষ ২২ হাজার ৩৭ জন ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৬৫ হাজার ৬৬২ জন।
আরও পড়ুন- ক্যানিংয়ে বাড়ির সামনে যুব তৃণমূল নেতাকে গুলি, ভোররাতে SSKM-এ মৃত্যু
সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে জারি রয়েছে টিকাকরণ অভিযান। এখনও পর্যন্ত যে রাজ্যগুলিতে টিকা নেওয়ার হার কম সেখানে টিকাকরণে গতি আনতে জোরদার তৎপরতা জারি রয়েছে। একাধিক রাজ্যে বাড়ি-বাড়ি ঘুরেও টিকাকরণ কর্মসূচি চলছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই দেশের ১১৬ কোটি ৫০ লক্ষ ৫৫ হাজার ২১০ জনের টিকাকরণ হয়েছে।
দেশের অধিকাংশ রাজ্যেই করোনা পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে রয়েছে। তবে দক্ষিণের রাজ্য কেরল উদ্বেগ বাড়িয়েই চলেছে। এই মুহূর্তে দেশের সিংহভাগ কেরানা রোগীই কেরলের বাসিন্দা। কেরলের পাশাপাশি করোনা উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রেও। ওই দুই রাজ্যের সঙ্গেই সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছে স্বাস্থ্যমন্ত্রক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন