Advertisment

দেশের কোভিডগ্রাফ নিম্নমুখী, আরও কমল অ্যাক্টিভ কেস

একদিনে করোনামুক্ত হয়েছেন আরও ১২ হাজার ৫০৯ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 10,488 new cases 21 November 2021

সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ।

ভাইফোঁটায় দেশে করোনা-স্বস্তি। আরও কমল দৈনিক সংক্রমণ। কমেছে অ্যাক্টিভ কেস। তবে দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা খানিকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০ হাজার ৯২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে দেশে করোনার বলি আরও ৩৯২।

Advertisment

উৎসবের মরশুমে দেশে করোনা স্বস্তি। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ১০ হাজার ৯২৯ জন। গতকালের চেয়ে দৈনিক সংক্রমণ বেশ খানিকটা কমেছে। একদিনে করোনামুক্ত হয়েছেন আরও ১২ হাজার ৫০৯ জন। নিম্নমুখী করোনা সক্রিয় রোগীর সংখ্যাও।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০ জন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশজুড়ে জোরদার তৎপরতার সঙ্গে এগোচ্ছে করোনার টিকাকরণ অভিযান। শুক্রবার পর্যন্ত ১০৭ কোটি ৯২ লক্ষ ১৯ হাজার ৫৪৬ জনের টিকাকরণ হয়েছে।

আরও পড়ুন- ভারতের ডাকা কাবুল-বৈঠকে থাকবে রাশিয়া, ইরান-সহ মধ্য এশিয়ার একাধিক দেশ

দেশে চলছে উৎসবের মরশুম। উৎসবকে কেন্দ্র করে বিন্দুমাত্র অসতর্কতার পরিণাম হতে পারে মারাত্মক। এব্যাপারে রাজ্যগুলিকে আগেভাগেই সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবুও একাধিক রাজ্যে করোনা-বিধি উড়িয়ে উৎসবের আনন্দে মাততে দেখা যাচ্ছে অনেককে। এর ফলও মিলছে হাতেনাতে। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর পর থেকে বাড়তে শুরু করেছে সংক্রমিতের সংখ্যা। শুধু বাংলাতেই নয়। এখনও পর্যন্ত কেরল, মহারাষ্ট্র, কর্নাটকের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে কেনদ্রীয় সরকার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus health Ministry
Advertisment