উৎসবের মরশুমে লাগাতার করোনা স্বস্তি দেশে। গতকালের চেয়ে সামান্য কমল দৈনিক সংক্রমণ। আরও কমল সক্রিয় করোনা রোগীর সংখ্যা। গত ২৬২ দিনে দেশে সবচেয়ে কম অ্যাক্টিভ কেস দেশে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত ১১ হাজার ৪৫১ জন। গতকালের চেয়ে একধাক্কায় অনেকটাই কমেছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২৬৬ জনের।
করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আতঙ্ক এখনও যায়নি। বরং বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তবে সার্বিকভাবে দেশের করোনা পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫১ জন।
একদিনে করোনায় মৃত্যু ২৬৬ জনের। গত বছরের মার্চর পর এই প্রথম দেশে করোনামুক্তির হার বেড়ে ৯৮.২৪ শতাংশ। এরই পাশাপাশি এদিন আরও কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। ২৬২ দিনের মধ্যে এদিনই দেশে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ কেস। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৮২৬। গত ২৪ ঘণ্টাতেই করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ২০৪ জন।
আরও পড়ুন- আন্তর্জাতিক জলসীমা বুঝতে ভুল, পাক বাহিনীর গুলিতে ঝাঁঝরা ভারতীয় মৎস্যজীবী
দেশের অধিকাংশ রাজ্যেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পশ্চিমবঙ্গ, কেরল-সহ কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বাংলায় দুর্গাপুজোর পর থেকেই বাড়তে শুরু করেছে সংক্রমণ। করোনা-বিধি ভেঙে দুর্গাপুজোয় দেদার ঠাকুর দেখার মাশুল গুণছে বাংলা। যদিও এখনও পর্যন্ত বঙ্গের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই মনে করে রাজ্য স্বাস্থ্য দফতর। অন্যদিকে, কেরলে এখনও সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক জায়গাতেই রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন