দেশে করোনা-স্বস্তি। দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে করোনায় মৃতের সংখ্যাও। অ্যাক্টিভ কেসেও মিলেছে স্বস্তি। গত ২৪৭ দিনের মধ্যে এদিনই সর্বনিম্ন অ্যাক্টিভ কেস দেশে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৩০ জন। একদিনে করোনার বলি ৪৪৬।
করোনা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। প্রতিদিন ওঠানামা করছে দেশের দৈনিক সংক্রমণ। তবে রবিবারের করোনা পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে। দৈনিক সংক্রমণ, মৃত্যু কমার পাশাপাশি লক্ষ্যনীয়ভাবে কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও। ২৪৭ দিনের মধ্যে এদিনই দেশে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২৭২। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৬৭ জন।
সব মিলিয়ে শনিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪২ লক্ষ ৭৩ হাজার ৩০০। ইতিমধ্যেই ৩ কোটি ৩৬ লক্ষ ৫৫ হাজার ৮৪২ জন করোনামুক্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫৮ হাজার ১৮৬। করোনার বিরুদ্ধে লড়াই জারি গোটা দেশে। রাজ্যে-রাজ্যে জোরদার গতিতে চলছে করোনার টিকাকরণ কর্মসূচি। শনিবার পর্যন্ত দেশে ১০৬ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার ৩৩৫ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।
আরও পড়ুন- বাড়তে বাড়তে কলকাতায় ডিজেল ১০১ পার, পেট্রলের দামে সর্বকালীন রেকর্ড
দেশজুড়ে চলছে উৎসবের মরশুম। নানা রাজ্যে নানা উৎসবকে কেন্দ্র করে একধাক্কায় সংক্রমণ পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রবল। দিওয়ালির বহু আগেই এব্যাপারে রাজ্যগুলিকে চিঠি লিখে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে-রাজ্যে উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও জমায়েতে অনুমোদন দেওয়া না হয় সেব্যাপারে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন