দেশে কি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল? উত্তরটা এখনই স্পষ্ট না হলেও আতঙ্ক চরণে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজারের বেশি মানুষ দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। গতকালের চেয়ে দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪ হাজার। বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার নয়া ভ্যারিয়েন্টে কাবু বেড়ে ৯৬১।
রাজ্যে-রাজ্যে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনা। গতকালের চেয়ে এদিন করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪ হাজার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ৮২ হাজার ৪০২ জন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৮০ হাজার ৮৬০।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভাইরাসের এই নয়া প্রজাতি ঘুম কাড়ছে একাধিক রাজ্যের। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৬১। রাজধানী দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬৩। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ২৫২ জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ মিলেছে। এখনও পর্যন্ত ৩২০ ওমিক্রন আক্রান্ত ব্যক্তি চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন- এখনই কড়া বিধি-নিষেধ নয়, পরিযায়ী শ্রমিকদের আতঙ্কের কারণ নেই
দেশে উদ্বেগজনকভাবে করোনার সংক্রম বেড়ে গিয়েছে। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, কর্নাটক-সহ একাধিক রাজ্যে সংক্রমিতের সংখ্যা বাড়ছে। বুধবার দিল্লিতে নতুন করে ৯২৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তার আগের দিন রাজধানীতে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৪৯৬। দিল্লির করোনা পজিটিভিটি রেট একলাফে ১.২৯ শতাংশে গিয়ে পৌঁছেছে।
দেশের একধিক বড় শহরে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে। বাণিজ্যনগরী মুম্বইয়ে একদিনে আড়াই হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। বেঙ্গালুরুতে একদিনে চারশোর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় একদিনে করোনায় কাবু ৫৪০। চেন্নাইয়ে একদিনে ২৯৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
Read full story in English