আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা। গত কয়েকদিন ধরে সামান্য ওঠা-নামার পর বৃহস্পতিবার একধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেল করোনার দৈনিক সংক্রমণ। একইসঙ্গে কয়েকদিনের মধ্যে গত ২৪ ঘণ্টাতেই সর্বোচ্চ ৭৩৩ জন করোনা কামড়ে প্রাণ হারিয়েছেন। উৎসবের মরশুমে বেপরোয়া ঘোরা-ফেরার মাশুল? উত্তরটা এখনই স্পষ্ট না হলেও ইঙ্গিত মিলছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন।
করোনার চোখ রাঙানি জারি। এখনও বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। বৃহস্পতিবার দেশের সার্বিক করোনা পরিসংখ্যানও রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে ফের ১৬ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু ৭৩৩ জনের। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪২ লক্ষ ৩১ হাজার ৮০৯। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫৬ হাজার ৩৮৬। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গতকালের চেয়ে এদিন করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেশ খানিকটা বেড়ে গিয়েছে। গতকালের তুলনায় আজ দৈনিক সংক্রণণ ২০ শতাংশ বেড়েছে। যা রীতিমতো উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গতকাল দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৫৮৫ জনের। আজ সেই সংখ্যা বেড়ে ৭৩৩। সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে দ্রুত গতিতে চলছে করোনার টিকাকরণ অভিযান। এখনও পর্যন্ত ১০৪ কোটি ৫ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৪৯ লক্ষ মানুষ করোনার টিকা পেয়েছেন।
আরও পড়ুন- শেষমেশ গ্রেফতার, পুণে পুলিশের জালে আরিয়ান-মামলার সাক্ষী গোসাভি
এদিকে, বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর পর থেকেই কোভিডগ্রাফ ঊর্ধ্বমুখী। পরিস্থিতি মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। ফের সংক্রমণ-প্রবণ এলাকাগুলিতে কন্টেনমেন্ট জোন তৈরি করে বিধি-নিষেধ জারি হয়েছে। বর্তমানে দেশের মধ্যে সর্বাধিক সংক্রমিত রাজ্য কেরল। দেশের সিংহভাগ সংক্রমিতই কেরলের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৪৫ জন। মৃত্যু হয়েছে ৯৩ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন