আতঙ্ক যেন পিছু ছাড়ছে না, আবারও করোনায় কাবু হাজার-হাজার ভারতীয়

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ৪১৩ জন।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ৪১৩ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 17,070 fresh Covid 19 cases 1 july 2022

দেশে করোনা পজিটিভিটি রেট বর্তমানে ৩.৪০ শতাংশ।

একাটানা বেশ কিছুদিন ধরেই দেশের দৈনিক সংক্রমণ ১৫ হাজারের উপরেই রয়ে গিয়েছে। শুক্রবার দেশের দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও উদ্বেগ যায়নি। আজও দেশের দৈনিক সংক্রমণ ১৭ হাজারের উপরে রয়েছে। চিন্তা বড়িয়ে দেশজুড়ে বেড়েই চলেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা।

Advertisment

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০ জন। গতকাল এই পরিসংখ্যান ছিল ১৮ হাজার ৮১৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। একদিনে করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ৪১৩ জন। তথ্য বলছে, এই মহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ১৮৯। দেশে করোনা পজিটিভিটি রেট বর্তমানে ৩.৪০ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১৮ শতাংশ বেড়েছিল। রাষ্ট্রসংঘের স্বাস্থ্য বিভাগ মহামারী নিয়ে তাঁদের সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে জানিয়েছে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের মতোই ৮ হাজার ৫০০-এর কাছে ছিল। মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

Advertisment

আরও পড়ুন- Jagannath Rath Yatra 2022: পুণ্যভূমি পুরীতে আজ শুরু রথযাত্রা, প্রাণের উৎসবে সামিল হতে সমুদ্রনগরীতে জনজোয়ার

অন্যদিকে, ভারতেও ফি দিন হাজার-হাজার মানুষ নতুন করে সংক্রমিত হয়ে পড়ছেন। এই বিষয়টিকেও উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারই দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ পেরিয়ে গিয়েছিল।

আজ তা আরও বেড়ে ১ লক্ষ ৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। দেশের একাধিক রাজ্যে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সব মেট্রো সিটি গুলিতেও সংক্রমণ বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। করোনা এড়াতে আবারও বাড়ির বাইরে পা রাখলে মাস্ক পরা আবশ্যক করার ব্যাপারে জোর সওয়াল তুলেছেন বিশেষজ্ঞরা।

coronavirus health Ministry