Advertisment

২০১ দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, দেশে আক্রান্ত ২০ হাজারেরও কম

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৭৯ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal, Now, only United Kingdom fliers to be tested for Covid

আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা রাজ্যের।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর প্রথমবার দৈনিক সংক্রমণ ২০ হাজারের নীচে। প্রায় ২০১ দিন পর ভারতে সর্বনিম্ন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮,৭৯৫ জন। মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২ লক্ষ ৯২ হাজার ২০৬।

Advertisment

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দৈনিক মৃত্যুও অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৩৭৩। এখনও পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৫৮১ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লক্ষ ৫৮ হাজার জন।

গোটা দেশেই করোনা সংক্রমণ নিম্নমুখী। ফলে সক্রিয় রোগীর সংখ্যা গত ৬ মাসে প্রথমবার ৩ লক্ষের নীচে নেমে এসেছে। যদিও গত ২৪ ঘণ্টায় কেরলে ১৫ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। কেরলের করোনা গ্রাফ দেশের মধ্যে এখনও উদ্বেগজনক জায়গায় রয়েছে।

আরও পড়ুন রাজ্যে দৈনিক করোনা সংক্রমণে স্বস্তির ছবি! একদিনে সংক্রমিত ৫০০-র নীচে

তবে কেরলের মতো উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে আচমকা করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। গত কয়েক সপ্তাহে সেখানে দৈনিক সংক্রমণের সংখ্যা অনেকটাই বেড়েছে। কেরল-মহারাষ্ট্রের মতো বড় রাজ্যের সঙ্গে পাল্লা দিচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু আশার খবর, ২০টির বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দৈনিক সংক্রমণ ১০০-রও নীচে নেমে এসেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19
Advertisment