Advertisment

দেড় লক্ষ পার অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা! ২৪ ঘন্টায় করোনার বলি ৬৭

২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪১১ জন। ইতিবাচক হার ৪.৪৬ শতাংশ

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal records 883 covid 19 cases in 2 august 2022

পুজোর মাত্র কয়েক মাস আগে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনা।

এই নিয়ে টানা তিনদিন! দেশ জুড়ে অব্যাহত করোনার দাপট। আজও ২১ হাজারের গণ্ডি পেরল দৈনিক সংক্রমণ। সেই সঙ্গে অনেকটাই বাড়ল দৈনিক মৃত্যু। যা নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। বৃহস্পতিবারের পর শুক্রবারেও দেশের দৈনিক সংক্রমণ ২১ হাজারের গণ্ডি পেরিয়েছিল। আজ শনিবার সেই ধারায় অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪১১ জন। যা গতকাল ছিল ২১ হাজার ৮৮০ জন। এরই পাশাপাশি একদিনে দেশে করোনার বলি ৬৭। যা গতকাল ছিল ৬০।

Advertisment

গত কয়েকদিনে করোনায় মৃত্যুর এটাই সর্বোচ্চ পরিসংখ্যান। যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। এদিন করোনা সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়ে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ১০০। সেই সঙ্গে দেশে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ০.৩৪ শতাংশ। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৯৯৭।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে  গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২০,৭২৬ জন। সুস্থতার হার ৯৮.৪৬ শতাংশ।

আরও পড়ুন: <টাকার পাহাড় অর্পিতার বাড়িতে, এপর্যন্ত মিলেছে ২১ কোটি, উদ্ধার ৫০ লাখের সোনা>

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২০১ কোটি ৬৮ লক্ষেরও বেশি। গতকাল একদিনে টিকা পেয়েছেন প্রায় ৩৪ লক্ষ। পাশাপাশি একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৮০ হাজার ২০২ জনের। বুধবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেশের ৯টি রাজ্যকে সংক্রমণ নিয়ে সতর্ক করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও করোনার বাড়বড়ন্ত রুখতে সব ধরনের ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে তামিলনাড়ু, মহারাষ্ট্র, অসম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং কেরলকে।

আরও পড়ুন: <এসএসসি দুর্নীতি মামলা, গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়>

গতকাল রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুসারে বঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২হাজার ২৩৭ জন। দৈনিক সংক্রমণের নিরিখে যদিও উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে গিয়েছে কলকাতা। একদিনে রাজ্যে বাড়বাড়ন্ত বলি হয়েছেন ৭ জন। পজিটিভিটি রেট কিছুটা কমে দাঁড়াল ১৪.৭ শতাংশ। রাজ্যের মৃত্যুহার এই মুহূর্তে ১.০২ শতাংশ।

Advertisment