scorecardresearch

১৫২ দিনে সর্বোচ্চ সংক্রমণ! একদিনেই আক্রান্তের সংখ্যা পেরোল ২ হাজার, দেশজুড়ে মারাত্মক দাপট করোনার

দেশজুড়ে মারাত্মক দাপট করোনার

India reports 2,151 Covid-19 cases in last 24 hours, highest in 152 days"

দেশ জুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের দাপট। আবারও আতঙ্কিত হতে শুরু করেছেন সাধারণ মানুষজন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায়, ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,১৫১ জন। দেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪,৭০৯,৬৭৬ হয়েছে। একই সঙ্গে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯০৩ জন। এর আগে ২৮ মার্চ, করোনা আক্রান্ত হয়েছেন ১৫৭৩ জন। ২৭ শে মার্চ, ১৮০৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হন।

বুধবার সকাল আটটায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, দেশে সংক্রমণের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০,৮৪১। ভারতে সংক্রমণের দৈনিক হার ১.৫১শতাংশ এবং সাপ্তাহিক হার ১.৫৩ শতাংশ। সংক্রমণের ঝুঁকি এখনও শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাড়ছে। ২০২২ সালের ১লা নভেম্বর দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,০৪৬। ১৫২ দিনে দেশে সর্বোচ্চ সংক্রমণ। একদিনেই আক্রান্তের সংখ্যা ২হাজার পার। সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। তারপরে মহারাষ্ট্র, গুজরাট এবং কর্ণাটক রয়েছে।

একই সময়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে চিনে করোনা আক্রান্তের সংখ্যা ৯৯ মিলিয়নে পৌঁছেছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২০,১১৫ জনের। গত সাত দিনে চিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪,৪৪৯ জন। বুধবার আপডেট করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশে ২৪ ঘন্টার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২, ১৫১ জন। গত বছরের ২৮ অক্টোবর একদিনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২,২০৮টি। তারপর থেকে কমতে থাকে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি মহারাষ্ট্রে ৩ জন, কর্ণাটক ১ জন এবং কেরলে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর খবর মিলেছে।  

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: India reports 2151 covid 19 cases in last 24 hours highest in 152 days