স্বস্তি দিয়ে দেশে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ২,২৮৮ জন। গতকাল সংক্রমিতের সংখ্যা ছিল ৩,২০৭। গতকালের তুলনায় অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। দৈনিক করোনা সংক্রমণের হার ০.৪৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। সরকারি হিসাবে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ২৪ হাজার ১০৩ জনের। গতকাল দেশে মৃত্যুর সংখ্যা ছিল ২৯। গতকালের থেকে অনেকটাই কমেছে দৈনিক কোভিডে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩,০৪৪ জন।
দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সেরে উঠেছেন ৪ কোটি ২৫ লক্ষ ৯৪৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত ১০ জনের মধ্যে ৬ জনই কেরলের। দিল্লিতে মৃত্যু হয়েছে ৩ জনের। এক জন কর্ণাটকে।
আরও পড়ুন নিহত চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি-সহ ৪ ভারতীয় পুলিৎজার পুরস্কার পেলেন
এই মুহূর্তে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক। একটানা বেশ কয়েকদিন ধরে দিল্লির দৈনিক সংক্রমণ হাজারের উপরে রয়েছে। সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নিয়েছে দিল্লির সরকার। জারি হয়েছে একাধিক বিধি-নিষেধ। করোনা পরীক্ষায় জোর দেওয়া হয়েছে।