আরও কমল দেশের দৈনিক সংক্রমণ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন৷ একদিনে দেশে করোনার বলি আরও ৪৩৭৷ অন্য রাজ্যগুলিতে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্রের চিন্তা বাড়িয়েই চলেছে কেরল ও মহারাষ্ট্র৷ গত ২৪ ঘণ্টায় এই দুই রাজ্যেই নতুন করে আক্রান্ত হলেন ১৬ হাজারের বেশি৷ দুই রাজ্যে একদিনে করোনার বলি ২৪৩৷
সার্বিকভাবে দেশের করোনা-গ্রাফ স্বস্তি দিচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন, মৃত্যু হয়েছে ৪৩৭ জনের৷ গত ১৫৪ দিনের মধ্যে এটাই দেশের সর্বনিম্ন সংক্রমণ৷ তবে কেরল ও মহারাষ্ট্রে সংক্রমণের বিদ্যুৎ গতি অব্যাহত রয়েছে৷ একদিনে শুধু কেরলেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ৷ মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৪৫ জন৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জন।
আরও পড়ুন- ফের কোপ মধ্যবিত্তের হেঁশেলে, ২৫ টাকা বাড়ল ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম
এদিকে, মহারাষ্ট্রে চিন্তা বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট৷ SARS-CoV2 ভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের খোঁজ মিলেছে মারাঠাভূমে৷ করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রে৷ এখনও পর্যন্ত রাজ্যের ৭৬ জনের শরীরে করোনার এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে৷ এখনও পর্যন্ত করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রের ৫ বাসিন্দার মৃত্যু হয়েছে৷
জানা গিয়েছে, মহারাষ্ট্রে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত ১০ জন করোনা টিকার দুটি ডোজই পেয়েছিলেন৷ আক্রান্তদের মধ্যে ১২ জনকে কোভিড ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া হয়েছিল৷ মহারাষ্ট্রে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে দু’জন কোভ্যাক্সিনের ডোজ নিয়েছিলেন ও বাকিরা কোভিশিল্ড টিকার ডোজ নিয়েছিলেন৷ ডেল্টা প্লাসে কাবু মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে ৩৯ জন মহিলা ও ৯ জনের বয়স ১৮-এর কম৷
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন