Advertisment

১৫৪ দিনে সর্বনিম্ন সংক্রমণ দেশে, একদিনে করোনার বলি ৪৩৭

সংক্রমণের বিদ্যুৎ গতি অব্যাহত কেরলে৷ করোনা ঘুম কাড়ছে মহারাষ্ট্রেরও৷

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 42,513 new Corona cases, 380 deaths on 30 august, 2021

করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা বাড়ছে। কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে কেরল।

আরও কমল দেশের দৈনিক সংক্রমণ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন৷ একদিনে দেশে করোনার বলি আরও ৪৩৭৷ অন্য রাজ্যগুলিতে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্রের চিন্তা বাড়িয়েই চলেছে কেরল ও মহারাষ্ট্র৷ গত ২৪ ঘণ্টায় এই দুই রাজ্যেই নতুন করে আক্রান্ত হলেন ১৬ হাজারের বেশি৷ দুই রাজ্যে একদিনে করোনার বলি ২৪৩৷

Advertisment

সার্বিকভাবে দেশের করোনা-গ্রাফ স্বস্তি দিচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন, মৃত্যু হয়েছে ৪৩৭ জনের৷ গত ১৫৪ দিনের মধ্যে এটাই দেশের সর্বনিম্ন সংক্রমণ৷ তবে কেরল ও মহারাষ্ট্রে সংক্রমণের বিদ্যুৎ গতি অব্যাহত রয়েছে৷ একদিনে শুধু কেরলেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ৷ মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৪৫ জন৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জন।

আরও পড়ুন- ফের কোপ মধ্যবিত্তের হেঁশেলে, ২৫ টাকা বাড়ল ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম

এদিকে, মহারাষ্ট্রে চিন্তা বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট৷ SARS-CoV2 ভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের খোঁজ মিলেছে মারাঠাভূমে৷ করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রে৷ এখনও পর্যন্ত রাজ্যের ৭৬ জনের শরীরে করোনার এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে৷ এখনও পর্যন্ত করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রের ৫ বাসিন্দার মৃত্যু হয়েছে৷

জানা গিয়েছে, মহারাষ্ট্রে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত ১০ জন করোনা টিকার দুটি ডোজই পেয়েছিলেন৷ আক্রান্তদের মধ্যে ১২ জনকে কোভিড ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া হয়েছিল৷ মহারাষ্ট্রে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে দু’জন কোভ্যাক্সিনের ডোজ নিয়েছিলেন ও বাকিরা কোভিশিল্ড টিকার ডোজ নিয়েছিলেন৷ ডেল্টা প্লাসে কাবু মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে ৩৯ জন মহিলা ও ৯ জনের বয়স ১৮-এর কম৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Pandemic health Ministry
Advertisment