গতকালের চেয়ে সামান্য বাড়ল দেশের দৈনিক সংক্রমণ৷ তবে করোনার তৃতীয় ঢেউ নেমে আসার আশঙ্কার মাঝে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া মঙ্গলবারের কোভিড পরিসংখ্যান খানিকটা হলেও স্বস্তি দিয়েছে৷ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন৷ একদিনে দেশে করোনার বলি আরও ৩৫৪৷ তবে করোনা-মুক্তির হার বেড়ে ৯৭.৬৮ শতাংশ৷
দেশে করোনার তৃতীয় ধাক্কা নিয়ে থরহরি কম্প দশা৷ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা প্রতিষ্ঠানের তৈরি কমিটি চোখ কপালে তোলার মতো রিপোর্ট পেশ করেছে৷ কমিটির রিপোর্টে বলা হয়েছে, ‘অক্টোবরেই শিখর ছোঁবে সংক্রমণের তৃতীয় ঢেউ।’ এমন সম্ভাবনা উসকে দিয়েছেন দুই আইআইটি-র গবেষকও। এমনকী কেন্দ্রের একাধিক প্রতিষ্ঠান দাবি করেছে, করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। এই আবহে মঙ্গলবারের করোনা পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে৷
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্ত ২৫ হাজার ৪৬৭ জন, মৃত্যু ৩৫৪ জনের৷ সব মিলিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩৷ ইতিমধ্যেই ২ কোটি ১৭ লক্ষ ২০ হাজার ১১২ জন করোনা-মুক্ত হয়েছেন৷ এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১৷ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৫ হাজর ১১০৷ দেশজুড়ে করোনার টিকাকরণ কর্মসূচি জারি রয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৫৮ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮০৫ জনের টিকাকরণ হয়েছে৷ গত ২৪ ঘণ্টাতেই করোনার টিকা পেয়েছেন ৬৩ লক্ষ ৮৫ হাজার ২৯৮ জন৷
আরও পড়ুন- ডেডলাইন ৩১ অগস্ট, তালিবানি হুমকির জেরে বাইডেনের হাতে সময় ২৪ ঘণ্টা
সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কের আবহে কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে কেরল ও মহারাষ্ট্র৷ একাধিক বিধি-নিষেধ আরোপের পরেও এই দুই রাজ্যের সংক্রমণ পরিস্থিতি কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না৷ গত ২৪ ঘণ্টায় কেরলে ফের নতুন করে ১৩ হাজার ৩৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৪৩ জন৷ এদিকে কেরলের সক্রমণ পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বেগে রাজ্য সরকারও৷ রাজ্যবাসীকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জের। তিনি বলেছেন, ‘করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কের মধ্যে আগামী ৪ সপ্তাহ গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে কেরলে মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে।’
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তেথাকুন