/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/omicron-and-people.jpg)
প্রতীকী ছবি
করোনা অস্বস্তি জারি। গতকালের চেয়ে আরও বাড়ল সংক্রমণ। হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ঘুম উড়েছে স্বাস্থ্যমন্ত্রকের। গতকালের চেয়ে এদিন দেশজুড়ে অত্যন্ত সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৮.১৭ শতাংশ হারে বেড়েছে।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকালের চেয়ে এদিন সংক্রমিতের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই হাজার। একদিনে দেশে করোনার বলি আরও ৩১৪। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় করেনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৩৩১ জন। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭৭ জন। বর্তমানে ডেইলি করোনা পজিটিভিটি রেট বেড়ে ১৬.২৮ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭৪৩।
India reports 2,71,202 COVID cases (2,369 more than yesterday), 314 deaths, and 1,38,331 recoveries in the last 24 hours.
Active case: 15,50,377
Daily positivity rate: 16.28%)
Confirmed cases of Omicron: 7,743 pic.twitter.com/NhnMY247oV— ANI (@ANI) January 16, 2022
দেশের বড় শহরগুলির সংক্রমণ পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭১৮ জন। মুম্বইয়ে একদিনে সংক্রমিত ১০ হাজার ৬৬১ জন। বেঙ্গালুরুতে একদিনে ২২ হাজার ২৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় একদিনে করোনায় কাবু ৪ হাজার ৮৩১ জন। চেন্নাইয়ে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৭৮ জন।
আরও পড়ুন- রাজধানীতে একদিনে করোনায় কাবু ২০ হাজারের বেশি, পজিটিভিটি রেট প্রায় ৩১ শতাংশ
এদিকে, দেশজুড়ে করোনার বাড়বাড়ন্তের জেরে পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সতর্কতামূলক একাধিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার ভোটমুখী পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য সমাবেশ এবং রোড-শোতে ২২ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে রাজনৈতিক দলগুলি সর্বোচ্চ ৩০০ জন বা হলের লোক ধারণ ক্ষমতার ৫০ শতাংশ নিয়ে অভ্যন্তরীণ সভা করতে পারবে।