সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ, পাল্লা দিয়ে কমেছে করোনায় মৃত্যুও। স্বস্তি দিয়ে এদিন আরও কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। সব মিলিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের করোনা-তথ্যে মোটের উপর স্বস্তি। গতকালের পর আজও দেশের দৈনিক সংক্রমণ তিন হাজারের নীচে রয়েছে।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৭। গতকাল এই পরিসংখ্যান ছিল ২,৮৯৭। একদিনে দেশে করোনায় মৃত্যু ২৪ জনের, গতকাল এই পরিসংখ্যান ছিল ৫৪। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৩০ জন। গতকালের চেয়ে এদিন আরও স্বস্তি করোনা অ্যাক্টিভ কেসে।
এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ১৯ হাজার ৬৭ জন। মোটের উপর ভারতের বর্তমান সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন করে দেশে করোনার চোখরাঙানির আশঙ্কা দেখছেন না তাঁরা। যদিও এই মুহূর্তে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি খানিকটা হলেও উদ্বেগে রেখেছে কেন্দ্রকে। যদিও রজধানীর সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি কেজরিওয়াল সরকারের। দিল্লিতে নতুন করে করোনা আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন বা তাঁদের মৃদু উপসর্গ থাকছে বলে জানিয়েছে দিল্লির স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন- নাগরিকত্ব প্রমাণ-জুজু প্রাণ কেড়েছে ছেলের, ৯ বছর পর ভারতীয় হওয়ার স্বীকৃতি আদায় বৃদ্ধার
এদিকে, ভারতে এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিশ্বের একাধিক দেশ নতুন করে করোনা আতঙ্কে ভুগছে। ওমিক্রনের উপপ্রজাতির হানায় নয়া আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহরে একজন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তাঁর শরীরের মিলেছে ওমিক্রনের উপপ্রজাতি। এরপরেই কোনও ঝুঁকি না নিয়ে লকডাউনের ঘোষণা করেছে কিম প্রশাসন।