করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার আবহে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রবিবারের পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে। এক ধাক্কায় দেশের দৈনিক সংক্রমণ বেশ খানিকটা কমে গিয়েছে। পাল্লা দিয়ে কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ২৮ হাজার ৫৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে দেশে করোনার বলি ৩৩৮।
সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি কোনও সময়ে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। সংক্রমণের তৃতীয় ধাক্কায় শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি বলেও দাবি করছেন কেউ কেউ। এই আবহে রবিবার দেশের করোনা পরিসংখ্যান বড়সড় স্বস্তি দিয়েছে। এক লাফে ২৮ হাজারে নেমেছে দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫৯১ জন, মৃত্যু ৩৩৮ জনের।
গোটা দেশে দৈনিক সংক্রমণ ২৮,৫৯১, তার মধ্যে কেরলেই একদিনে আক্রান্ত ২০ হাজার ৪৮৭ জন। মৃত্যু ১৮১ জনের। কেরলের সংক্রমণ পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। করোনা মোকাবিলায় কার্যত নাজেহাল দশা পিনারাই বিজয়নের সরকারের। লকডাউন, নাইট কারফিউ-সহ একাধিক বিধি-নিষেধ আরোপ রয়েছে কেরলে। তবুও সংক্রমণে লাগাম পরাতে হিমশিম খাচ্ছে কেরল সরকার। কেরলে এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ২২ হাজার ৪৮৪ জনের। এই মুহূর্তে দক্ষিণের এই রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ২ লক্ষ ৩১ হাজার ৭৯২। মহারাষ্ট্রেও করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত আরও ৩ হাজার ৭৫ জন।
আরও পড়ুন- পদ্ম ‘মডেল’ গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছতে ২ পর্যবেক্ষক নিয়োগ, আজই নাম ঘোষণা
রবিবার দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩২ লক্ষ ৩৬ হাজার ৯২১। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ কোটি ৮৪ লক্ষ ৯২১। ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৯ হাজার ৩৪৫ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪২ হাজার ৬৫৫। এদিকে, সংক্রমণ এড়াতে দেশে টিকাকরণ অভিযানে গতি এনেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে-রাজ্যে টিকাকরণ কর্মসূচি চলছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, শনিবার পর্যন্ত দেশের ৭৩ কোটি ৮২ লক্ষ ৭ হাজার ৩৭৮ জন করোনার টিকা পেয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই প্রায় ৭৩ লক্ষ মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন