Advertisment

বড়সড় করোনা-স্বস্তি দেশে, একধাক্কায় অনেকটা কমল দৈনিক সংক্রমণ

করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার পারদ চড়ছে দেশজুড়ে। এই আবহে মঙ্গলবারের করোনা পরিসংখ্যান বেশ খানিকটা স্বস্তিদায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 8,603 new cases 4 December 2021

দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী

করোনা স্বস্তি দেশে। একধাক্কায় ৩০ হাজারের কোঠায় নেমে এল দেশের দৈনিক সংক্রমণ। গতকালের তুলনায় কমেছে করোনায় মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, একদিনে নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। তবে এখনও করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা নিয়ে উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০।

Advertisment

মঙ্গলবার বেশ খানিকটা কমেছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা, কমেছে মৃত্যু। তবে সংক্রমণ পরিস্থিতির এই পরিসংখ্যানে আত্মতুষ্টির জায়গা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক দেশজুড়ে। এই মুহূর্তে দেশের বাকি রাজ্যগুলিতে করোনা খানিকটা নিয়ন্ত্রণে এলেও সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে দক্ষিণের রাজ্য কেরলে। করোনা বিপদ বাড়াচ্ছে মহারাষ্ট্রেও। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই ফের ১৯ হাজার ৬২২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন, মৃত্যু ১৩২ জনের। মহারাষ্ট্রে সোমবার ফের করোনায় কাবু হয়েছেন ৩ হাজার ৭৪১ জন।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই দেশের ৩ কোটি ১৯ লক্ষ ৫৯ হাজার ৬৮০ জন করোনামুক্ত হয়েছেন। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০। সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে করোনার টিকাকরণ প্রক্রিয়া জোরদার তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত দেশের ৬৪ কোটি ৫ লক্ষ ২৮ হাজার ৬৪৪ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণে সোমবার রেকর্ড গড়েছে মহারাষ্ট্র। একদিনে মহারাষ্ট্রে দশ লক্ষেরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এর আগেও একবার টিকাকরণে গোটা দেশের মধ্যে নজির গড়েছিল মহারাষ্ট্র। গত ২১ অগাস্ট সে রাজ্যে ১১ লক্ষ ৪ হাজার ৪৬৫ জনকে করোনার টিকা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- কাবুল ছাড়ল শেষ মার্কিন বিমান, আফগানিস্তানে যুদ্ধের অবসান ঘোষণা পেন্টাগনের

সামনেই দেশজুড়ে শুরু উৎসবের মরশুম। উৎসবকে কেন্দ্র করে তৈরি হওয়া ভিড় বা জমায়েত থেকে রাজ্যে-রাজ্যে করোনার সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই বাড়তি তৎপরতা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কোনও রাজ্যেই যাতে উৎসবকে কেন্দ্র করে ভিড় বা জমায়েতে অনুমতি দেওয়া না হয় সেব্যাপারে চিঠি লিখে রাজ্যগুলিকে নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus health Ministry corona virus COVID-19 Corona India
Advertisment