Advertisment

কমল দেশের দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা কমায় স্বস্তি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪৷

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 13,154 new COVID19 cases 30 December 2021

গতকালের চেয়ে এদিন করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪ হাজার।

করোনার দ্বিতীয় ধাক্কা বিদায়ের পথ ধরেছে। সংক্রমণে লাগাম টানতে রাজ্যে-রাজ্যে চলা কড়া বিধি-নিষেধের ফল মিলছে। এই আবহে প্রতিদিন ওঠানামা করছে দেশের দৈনিক সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় কমেছে দেশের দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে নতুন করে দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন৷ একদিনে দেশে করোনার বলি ৪০৩৷ কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও৷

Advertisment

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪৷ তবে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৩৬ হাজার ৪৬৯ জন৷ এই মুহুর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮৷ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭৷ সংক্রমণে লাগাম টানতে টিকাকরণ কর্মসূচিতে আরও বেশি জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা৷ কেন্দ্রীয় সরকারও এব্যাপারে জোরদার তৎপরতা নিচ্ছে৷

আরও পড়ুন- কলকাতা সহ দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস

রাজ্যে-রাজ্যে টিকাকরণ কর্মসূচিতে গতি আনতে তৎপরতা জারি রয়েছে৷ শনিবার পর্যন্ত দেশে ৫৮ কোটি ১৪ লক্ষ ৮৯ হাজার ৩৭৭ জনের টিকাকরণ হয়েছে৷ গত ২৪ ঘণ্টাতেই ৫২ লক্ষ ২৩ হাজার ৬১২ জনের টিকাকরণ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক৷ দেশের অন্য রাজ্যগুলিতে করোনার সংক্রমণ বেশ খানিকটা নিয়ন্ত্রণে এলেও দক্ষিণের রাজ্য কেরল ও মহারাষ্ট্রের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগে কেন্দ্র৷ গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে ১৭ হাজার ১০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মহারাষ্ট্রে একদিনে করোনায় কাবু আরও ৪ হাজার ৫৭৫ জন৷

এদিকে, ১২ বছরের ঊর্ধ্বে কিশোর-কিশোরীদের টিকাকরণেও বড়সড় ঘোষণা করেছে কেন্দ্র৷ জাইডাস-ক্যাডিলার জাইকভ-ডি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ জাইডাসের টিকারই প্রয়োগ হবে ১২-১৮ বছর বয়সীদের৷ শনিবারই সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের তৈরি ভ্যাকসিন স্কুল, কলেজগুলিতে ব্যবহার করা যেতে পারে৷ তবে এক্ষেত্রে শেষ পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ সংস্থার তরফে আরও জানানো হয়েছে, সব কিছু ঠিকঠাক চললে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে, জাইকভ-ডি ভ্যাকসিনের প্রাথমিক ডোজ সরবরাহ করা হতে পারে৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus India Corona Union Health Ministry
Advertisment