Advertisment

নিম্নমুখী দৈনিক সংক্রমণ, কমেছে অ্যাক্টিভ কেস, মৃত্যু নিয়েই উদ্বেগ

করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আতঙ্ক দেশজুড়ে। এই আবহে প্রতিদিন ওঠানামা করছে দেশের কোভিড-গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে কেরল।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 12,885 new COVID19 cases 4 November 2021

দেশের দৈনিক সংক্রমণের ওঠানামা জারি।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে দেশজুড়ে চলা আতঙ্কের আবহে প্রতিনিদিন ওঠানামা করছে দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে সংক্রমণ। করেনা সক্রিয় রোগীর সংখ্যাও নিম্নমুখী। তবে একদিনে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।

Advertisment

করোনার করাল গ্রাস থেকে মুক্তি মিলছে না। একটানা প্রায় দু'বছর ধরে করোনার দাপট জারি। সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় তছনছ হয়ে গিয়েছিল গোটা দেশ। রাজ্যে-রাজ্যে সংক্রমণের বিদ্যুৎ গতিতে লাগাম টানতে দিশেহারা দশা তৈরি হয়েছিল। এবার আতঙ্ক বাড়াচ্ছে করোনার থার্ড ওয়েভ। সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি কোনও সময়ে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই আবহেই করোনার দৈনিক সংক্রমণের ওঠানামা জারি। একটানা বেশ কয়েকদিন করোনার দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে ছিল। তবে গতকাল থেকে ফের বাড়তে শুরু করে সংক্রমণ। সামান্য কমলেও দৈনিক সংক্রমণ এখনও ৩১ হাজারের বেশি রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩৮২ জন। একদিনে ফের করোনার বলি আরও ৩১৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩২ হাজার ৫৪২ জন। ইতিমধ্যেই দেশের ৩ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার ২৭৩ জন করোনামুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ১৬২ জন। গতকালের তুলনায় কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮ জনের।

এই মুহূর্তে কেরলের করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি বিপজ্জনক। শুধুমাত্র দক্ষিণের এই রাজ্যেই গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৮২ জন। বর্তমানে গোটা দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষের কিছু বেশি। শুধুমাত্র কেরলেই ১ লক্ষের বেশি করোনা সক্রিয় রোগী রয়েছেন।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, রবিবার থেকেই প্রবল বৃষ্টি

করোনায় লাগাম টানতে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি আরও জোরদার করার তৎপরতা জারি রয়েছে। রাজ্যে-রাজ্যে জোরদার গতিতে চলছে টিকাকরণ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ৮৪ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ২৬ জন করোনার টিকা পেয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই দেশে ৭২ লক্ষ ২০ হাজার ৬৪২ জন করোনার টিকা পেয়েছেন।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus India Corona Union Health Ministry Corona India
Advertisment