ফের ৩ হাজারের উপরে দেশের দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্তের হার বাড়ল প্রায় ২৫ শতাংশ। উদ্বেগ বাড়িয়ে আবারও দেশে ঊর্ধ্বমুখী করোনা সক্রিয় রোগীর সংখ্যা। রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগে কেন্দ্রীয় সরকার। গত ২৪ ঘণ্টায় শুধু দিল্লিতেই ১৪১৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উদ্বেগ বাড়িয়ে আবারও দেশের দৈনিক সংক্রমণ তিন হাজারের উপরে। বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৫ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ২৫৬৮। অর্থাৎ একদিনে দেশে সংক্রমণ বেড়েছে প্রায় ২৫ শতাংশ। এরই পাশাপাশি একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত ২৮০২ জন। তবে উদ্বেগ বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধিতে।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১৯ হাজার ৫০৯। তবে কি দুয়ারে চতুর্থ ঢেউ? আইসিএমআর অবশ্য এখনই তেমন কোনও আশঙ্কা দেখছে না। আইমিএআর-এর কর্তারা বরং জানাচ্ছেন, এখনও পরিস্থিতি নাগালের মধ্যেই রয়েছে।
আরও পড়ুন- মহামারী শুরুর বছরেই দেশে মৃত্যু বেড়েছে আগের তুলনায় ৬ গুণ, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
দেশে করোনার বর্তমান হানার প্রতিরোধে কোভিড প্রোটোকল মেনে চলার ব্যাপারে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে, দিল্লিতে সংক্রমণ বেড়ে চলায় ইতিমধ্যেই ফিরেছে বেশ কিছু বিধি-নিষেধ। এরই পাশাপাশি উত্তর প্রদেশ ও হরিয়ানার সরকারও দিল্লি লাগোয়া এলাকাগুলিতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। মাস্ক না পরলে জরিমানাও করা হচ্ছে।
অন্যদিকে, করোনায় মৃত্যু নিয়ে নয়া তথ্য সামনে এনেছে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বা সিআরএস। দেশে করোনার সংক্রমণ ছড়ানোর প্রথম বছরে মৃত্যু বেড়েছে প্রায় ৬ গুণ। ২০২০ সালে দেশে মোট ৮১.১৬ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।
Read story in English