সপ্তাহের প্রথম দিনে দেশে করোনা স্বস্তি। দৈনিক সংক্রমণ, মৃত্যু নিম্নমুখী। স্বস্তি দিয়ে এদিন কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। তবে এই নিয়ে একটানা বেশ কয়েকদিন দেশের দৈনিক সংক্রমণ তিন হাজারের উপরেই রয়েছে।
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৭ জন। গতকালের চেয়ে যা বেশ খানিকটা কম। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের। গতকাল এই পরিসংখ্যান ছিল ৪০। এরই পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৪১০ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ২০ হাজার ৪০৩ জন।
সংক্রমণ কমলেও করেনা নিয়ে উদ্বেগ কিন্তু যাচ্ছে না। এখনও বেশ কয়েকটি রাজ্যেই ফি দিন নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলছে। সম্প্রতি আহমেদাবাদে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের (এনআইডি) ২৪ পড়ুয়া গত তিন দিনে করোনা আক্রান্ত হয়েছেন। আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) অতিরিক্ত মেডিক্যাল অফিসার হেলথ ভাবিন জোশি বলেন, ''সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইনস্টিটিউটে (জনসাধারণের) জমায়েত এবং পঠন-পাঠন বন্ধ করে দেওয়া হয়েছে।''
আরও পড়ুন- তিন দিনেই ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের’ ২৪ পড়ুয়া করোনা আক্রান্ত
এই মুহূর্তে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক। একটানা বেশ কয়েকদিন ধরে দিল্লির দৈনিক সংক্রমণ হাজারের উপরে রয়েছে। গতকালও দিল্লিতে নতুন করে ১৪২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নিয়েছে দিল্লির সরকার। জারি হয়েছে একাধিক বিধি-নিষেধ। করোনা পরীক্ষায় জোর দেওয়া হয়েছে।
Read story in English