হু হু করে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। গতকালের চেয়ে আজ দৈনিক সংক্রমণ বেড়েছে ৬ হাজারেরও বেশি। চিন্তা বাড়চ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনও। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭০০। এই আবহে আজ থেকেই দেশজুড়ে শুরু ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ।
Advertisment
লাগামহীন সংক্রম দেশে। প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে দেশজুড় করোনা আক্রান্ত হচ্ছেন। রাজ্যে-রাজ্যে সংক্রমণের বিদ্যুৎ গতি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩৩ হাজার ৭৫০ জন। একদিনে দেশে করেনায় মৃত্যু ১২৩ জনের।
সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১০ হাজার ৮৪৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার ৪০৭ জন করোনামুক্ত হয়েছেন। এই মহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২।
রবিবার পর্যন্ত দেশে ১৪৫ কোটি ৬৮ লক্ষ ৮৯ হাজার ৩০৬টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। একাধিক রাজ্যে স্কুলগুলি শিশুদের টিকাকরণে মুখ্য ভূমিকা নিচ্ছে। কোইউইন অ্যাপে নাম নথিভুক্ত করে টিকাকরণের শ্লট বুক করতে হচ্ছে। তবে সরাসরি টিকাকেন্দ্রে গিয়েও থাকছে টিকগ্রহণের সুযোগ। স্কুলগুলিতে টিকাকরণ শিবির খোলা হয়েছে। নাম রেজিস্ট্রেশনের পর স্কুল থেকেই টিকা নিচ্ছে ছাত্রছাত্রীরা।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭০০। তবে এর মধ্যে ৬৩৯ জনই সুস্থ হয়েছেন। দেশের মধ্যে ওমিক্রনের সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ৫১০ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। মহারাষ্ট্রের পরেই দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।