কমল করোনার দৈনিক সংক্রমণ, গতকালের তুলনায় কমেছে মৃতের সংখ্যাও। তবে উদ্বেগ কিছুতেই কাটছে না। রাজ্যে রাজ্যে সংক্রমণ পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক। কর্নাটক, উত্তর প্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র-সহ ৬ রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক।
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন। গতকালের তুলনায় সাড়ে ৯ হাজারের বেশি সংক্রমিতের সংখ্যা কমেছে। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। দৈনিক মৃত্যুর এই পরিসংখ্যানও গতকালের চেয়ে বেশ কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৪২ হাজার ৬৭৬ জন।
এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫। দেশে করোনার দৈনিক সংক্রমণের হার ১৭.২২ শতাংশ। দেশজুড়ে ওমিক্রন আক্রামন্তের সংখ্যাও বাড়ছে। এখনও পর্যন্ত দেশে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৫০। গতকালের চেয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩.৬৯ শতাংশ হারে বেড়েছে।
এদিকে দেশের যে ৬টি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, তার মধ্যে অন্যতম দক্ষিণের রাজ্য কর্নাটক। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, একদিনে নতুন করে রাজ্যে ৪৮ হাজার ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২২ জনের। শুধু রাজধানী বেঙ্গালুরুতেই একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮ জন, মৃত্যু ৬ জনের।
আরও পড়ুন- কর্নাটকে একদিনে সংক্রমিত প্রায় ৫০ হাজার, করোনা-জ্বরে কাঁপছে বেঙ্গালুরু
রাজ্যে-রাজ্যে চলছে করোনার বুস্টার ডোজের প্রয়োগ। চিকিৎসক, নার্স-সহ ফ্রন্টলাইন ওয়ার্কারদের করোনার সতর্কতামূলক ডোজ দেওয়া হচ্ছে। এছাড়াও কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকরা পাচ্ছেন করোনার সতর্কতামূলক এই ডোজ। তবে শুক্রবার কেন্দ্র জানিয়েছে, করোনা আক্রান্ত ব্যক্তি সতর্কতামূলক ডোজ এখনই পাবেন না। করোনামুক্ত হওয়ার তিন মাস পর তিনি ফের সতর্কতামূলক এই ডোজ নিতে পারবেন।
Read full story in English