এক ধাক্কায় দেশের দৈনিক সংক্রমণ বেশ খানিকটা কমেছে। গতকালের তুলনায় কমেছে করোনায় মতের সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭৩ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ২৬০ জনের। দেশের অন্য রাজ্যগুলিতে সংক্রমণ পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে কেরল ও মহারাষ্ট্র।
বৃহস্পতিবার ৪৩ হাজার ছাড়িয়ে গিয়েছিল দেশের দৈনিক সংক্রমণের গণ্ডি। তবে শুক্রবার দেশের করোনা-গ্রাফ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় করোনায় কাবু প্রায় ৩৫ হাজার। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজার ৯৫৪। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৯০ হাজার ৬৪৬। ইতিমধ্যেই ৩ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার ২৯৯ জন করোনামুক্ত হয়েছেন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪২ হাজার ৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৭২ কোটি ৩৭ লক্ষ ৮৪ হাজার ৫৮৬ জন করোনা টিকা পেয়েছেন।
দেশের অন্য রাজ্যগুলির সংক্রমণ পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে থাকলেও এখনও কেন্দ্রের চিন্তা কেরল ও মহারাষ্ট্রকে নিয়ে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের রাজ্য কেরলে নতুন করে করোনায় কাবু ২৬ হাজার ২০০ জন। ওনাম ও ঈদে করোনা বিধি নিষেধ শিথিল করার মাশুল গুণছে কেরল সরকার। কেরলের পরিস্থিতির দিকে তাকিয়ে সতর্ক হয়েছে অন্য রাজ্যগুলিও। কেরলের পড়শি রাজ্য তামিলনাড়ুতেও বেড়েছে লকডাউনের মেয়াদ। করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার আবহে চূড়ান্ত সতর্ক দক্ষিণের আর এক রাজ্য কর্নাটকও।
আরও পড়ুন- ‘ভয় পাচ্ছে তৃণমূল, গোটা মন্ত্রিসভাই জোড়াফুলের প্রচারে’, উপনির্বাচন ইস্যুতে কটাক্ষ দিলীপের
এদিকে, মহারাষ্ট্রে একদিনে ফের মারণ ভাইরাসে আক্রান্ত আরও ৪ হাজার ৯১২ জন। এই আবহেই শুক্রবার গণেশ পুজো শুরু। মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব গণেশ চতুর্থী। তবে করোনাকালে এবারও গণেশ পুজোয় রীতিমতো সাবধানী মহারাষ্ট্র সরকার। গণেশ পুজোকে কেন্দ্র করে কোনওভাবেই রাজ্যের কোথাও জমায়েতে অনুমতি নেই। করোনার বিদ্যুৎ গতি রুখতেই জোরদার তৎপরতা মহারাষ্ট্র সরকারের। মুম্বই পুলিশ একসঙ্গে চারজনের বেশি কাউকেই রাস্তায় দাঁড়ানোর অনুমতি দিচ্ছে না। করোনা চোখ রাঙাচ্ছে গোটা মারাঠাভূমে। এই পরিস্থিতিতে এবারও ঘরে বসেই পুজো দর্শনের আবেদন রাজ্য সরকারের। ভার্চুয়াল পদ্ধতিতে গণেশ পুজোর আনন্দ নিক রাজ্যবাসী, এটাই আবেদন উদ্ধব ঠাকরের সরকারের।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন