Advertisment

সপ্তাহের শুরুতেই নিম্নমুখী দেশের কোভিড-গ্রাফ, মৃত্যুর হার কমে ১.৩৩ শতাংশ

করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা দেশজুড়ে। ডিসেম্বরের মধ্যে প্রত্যেক দেশবাসীকে করোনার টিকা দিতে বদ্ধ পরিকর কেন্দ্র।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 8,603 new cases 4 December 2021

দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী

সপ্তাহের শুরুতেই বেশ খানিকটা কমল দেশের দৈনিক সংক্রমণ। কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩৯ হাজার। একদিন নতুন করে দেশে করোনার বলি আরও ২১৯। তবে করোনায় মৃতের এই পরিসংখ্যান গত ১৬৭ দিনের মধ্যে সর্বনিম্ন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনায় মৃত্যুর হার কমে ১.৩৩ শতাংশ।

Advertisment

গত কয়েকদিন ধরেই করোনার দৈনিক সংক্রমণ ওঠানামা করছিল। তবে সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যান স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ২১৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪৩ হাজার ৯০৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৮৭৪। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১। যাঁদের মধ্যে ৩ কোটি ২১ লক্ষ ৮১ হাজার ৯৯৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত মারণ ভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪-০ হাজার ৭৫২ জনের।

করোনা নিয়ন্ত্রণে গোটা দেশেই জোরদার তৎপরতার সঙ্গে টিকাকরণ কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি জানিয়েছেন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রত্যেক দেশবাসীকে করোনার টিকা দিতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি বলেছেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি পরিচালনা করছে। এখনও পর্যন্ত দেশের ৬৯ কোটি মানুষকে বিনা মূল্যে টিকা দেওয়া হয়েছে।"

আরও পড়ুন- পাঞ্জশির ছাড়তে হবে, তবেই হবে আলোচনা, তালিবানকে শর্ত মাসুদের

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই দেশের ৬৮ কোটি ৭৫ লক্ষ ৪১ হাজার ৭৬২ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। রাজ্যে-রাজ্যে চলছে টিকাকরণ কর্মসূচি। তামিলনাড়ু সরকার এক দিনে ২০ লক্ষ লোককে টিকা দিতে রাজ্য জুড়ে ১০ হাজার টিকাকেন্দ্র তৈরির পরিকল্পনা করছে।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

India Corona Corona in India coronavirus health Ministry corona virus
Advertisment