মোটের উপর একই জায়গায় রয়ে গিয়েছে দেশের দৈনিক সংক্রমণ। গতকালের তুলনায় সামান্য বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন। গতকাল এই পরিসংখ্যান ছিল ৪২ হাজার ৬১৮ জন। একদিনে নতুন করে দেশে করোনার বলি আরও ৩০৮। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৪ লক্ষ ১০ হাজার ৪৮। দেশে করোনায় সুস্থতার হার ৯৭.৪২ শতাংশ।
দেশে উৎসবের মরশুম শুরুর ঠিক আগে করোনার সংক্রমণ উদ্বেগে রেখেছে কেন্দ্রকে। প্রতিদিন ওঠানামা করছে দৈনিক সংক্রমণ। শনিবারও দেশের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের বেশি। নতুন করে সংক্রমিত আরও ৪২ হাজার ৭৬৬ জন। করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক দেশজুড়ে। করোনার তৃতীয় ধাক্কায় শিশুরাই বেশি আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের একাংশের।
এমনিতেই কেরলের সংক্রমণ পরিস্থিতি রীতিমতো বিপজজ্নক জায়গায় রয়েছে। একদিনে নতুন করে দক্ষিণের এই রাজ্যে করোনায় কাবু ২৯ হাজার ৬৮২ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের। কেরলের পাশাপাশি মহারাষ্ট্রেও সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। এর উপর কয়েকদিনের মধ্যেই মারাঠাভূমের সর্বশ্রেষ্ঠ উৎসব গণেশ পুজো শুরুর মুখে। গণেশ পুজোকে কেন্দ্র করে মহারাষ্ট্রের সংক্রমণ পরিস্থিতি আরও বিপজ্জনক হওয়ার আশঙ্কা কেন্দ্রের। গণেশ পুজোর ভিড় নিয়ন্ত্রণে যথোপযুক্ত ব্যবস্থা নিতে উদ্ধব ঠাকরের সরকারকে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন- গুমোট গরমে আজ নাজেহাল অবস্থা! কবে থেকে ফের বৃষ্টির সম্ভাবনা?
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশের মধ্যে আড়াই লক্ষ করোনা অ্যাক্টিভ কেসই রয়েছে কেরলে। সংক্রমণে লাগাম টানতে কেরলে বিধি-নিষেধ জারি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শনিবার কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি রবিবার কেরলে সম্পূর্ণ লকডাউন থাকছে। এছাড়াও প্রতিদিন রাত ১০ টা থেকে পরের দিন সকাল ৬ টা পর্যন্ত জারি থাকছে নাইট কারফিউ। কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৭ সেপ্টেম্বর ফের রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং হবে। ওই বৈঠকে করোনার বিধি নিষেধ জারি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
দেশে উৎসবের মরশুম শুরুর আগে সার্বিক করোনা-চিত্র উদ্বেগে রেখেছে কেন্দ্রীয় সরকারকে। রাজ্যে-রাজ্যে নানা উৎসবকে কেন্দ্র করে একধাক্কায় সংক্রমণ অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। সেই কারণেই এবছরেও উৎসবের দিনগুলিতে দেশবাসীকে ঘরে থেকেই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। রাজ্যগুলিকেও উৎসবের মরশুমে ভিড় নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
Read full story in English
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন