গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। ৪৩ হাজারেরও বেশি মানুষ একদিনে করোনা আক্রান্ত হলেন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি আরও ৩৩৮। সব মিলিয়ে বুধবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯।
বেশ কয়েকদিন ধরেই দেশের দৈনিক করোনা সংক্রণ ৪০ হাজারের নিচে ছিল। প্রতিদিন ওঠানামা করছিল সংক্রমণ-গ্রাফ। তবে বুধবার এক ধাক্কায় সংক্রমণ ছাড়াল ৪৩ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৪৩ হাজার ২৬৩ জন, মৃত্যু ৩৩৮ জনের। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪। ইতিমধ্যেই ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮ জন করোনামুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনামুক্ত হয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত দেশে ৭১ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৪২৮ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।
এদিকে, ওনাম ও বখরি ঈদে বিধি-নিষেধ শিথিল করার খেসারত দিয়ে চলেছে কেরল। দেশের অন্য রাজ্যগুলিতে সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণের এই রাজ্যে করোনার সংক্রমণ আরও বিপজ্জনক আকার নিয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই নতুন করে করোনায় কাবু ৩০ হাজার ১৯৬ জন। মৃত্যু ১৮১ জনের। করোনায় লাগাম টানতে দিশেহারা পিনারাই বিজয়নের সরকার।
আরও পড়ুন- মোদীর ৭১তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে তিন সপ্তাহ ব্যাপী কর্মসূচি বিজেপির, রয়েছে একাধিক চমক
সাপ্তাহিক লকডাউন, নাইট কারফিউ-সহ একাধিক বিধি-নিষেধ আরোপ করলেও কেরালায় সংক্রমণের বিদ্যুৎ গতি জারি। কড়া চ্যালঞ্জের মুখে দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো। গোদের উপর বিষফোঁড়ার মতো কেরলের অস্বস্তি বাড়াচ্ছে নিপার দাপট। ইতিমধ্যেই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলে এক কিশোরের মৃত্যু হয়েছে। করোনা উদ্বেগ বাড়াচ্ছে মারাঠাভূমেও। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেও ৪ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে বলেও দাবি করছেন কেউ কেউ।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন