/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-42.jpg)
কিছুতেই লাগাম টানা যাচ্ছে না করোনা সংক্রমণে। একদিনে ফের মারাত্মক জাম্প করোনার। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে দেশে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৪৩৫ জন। যা গতকালের তুলনায় ৪৬ শতাংশ বেশি।
বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের ডেটা অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪হাজার ৪৩৫ জন।মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তেই ৪৪,৭৩৩,৭১৯-এ পৌঁছেছে। আগের দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩০৩৮। একদিনে নতুন করে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৬শতাংশ। বেড়েছে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যাও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩,০৯১। সুস্থতার হার ৯৮.৭৬শতাংশ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে এখন পর্যন্ত দেশে প্রায় ২.২ বিলিয়নের বেশি কোভিড টিকার ডোজ দেওয়ার কাজ শেষ হয়েছে।
বেশ কয়েকটি রাজ্যে প্রতিদিন বাড়ছে সংক্রমণ। সোমবার, মহারাষ্ট্র, আগের দিনের তুলনায় ১৮৬% বেড়েছে আক্রান্তের সংখ্যা। দিল্লিতে ৫২১ টি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারই কোভিডের এই বাড়বাড়ন্তে জনগণকে সতর্ক থাকার জন্য আবেদন করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us