/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/corona-1.jpg)
ক্রমশ সুস্থ হচ্ছে দেশ।
করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার আবহে ফি দিন ওঠানামা করছে দেশের দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দেশের দৈনিক সংক্রমণ খানিকটা কমেছে, গতকালের তুলনায় কমেছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৫২ জন। একদিনে দেশে করোনার বলি আরও ৩৬৬। কেন্দ্রের চিন্তা কেরল নিয়েই। গত ২৪ ঘণ্টায় ফের ঈশ্বরের নিজের দেশ কেরলে করোনায় কাবু ৩২ হাজার ৯৭ জন, মৃত্যু ১৮৮ জনের।
করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল হয়ে পড়েছিল গোটা দেশ। সেই পরিস্থিতি থেকে এখনও পরিত্রাণ মেলেনি। প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছেন, বাড়ছে মৃত্যু। তবে দেশের অধিকাংশ রাজ্যেই করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শুধুমাত্র কেরল ও মহারাষ্ট্রের সংক্রমণে এখনও লাগাম পরানো যায়নি। কেরলে করোনা রুখতে সাপ্তাহিক লকডাউন, নাইট কারফিউ-সহ একাধিক বিধি-নিষেধ জারি থাকলেও সংক্রমণের ঊর্ধ্বগতিকে কিছুতেই রোখা যাচ্ছে না। গোটা দেশের সিংহভাগ সংক্রমিতই কেরলের বাসিন্দা।
আরও পড়ুন- আফগানিস্তানে বসে ভারতে হামলার ছক? তালিবানের ভূমিকা কি? খোলসা করল বিদেশমন্ত্রক
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় কাবু ৪৫ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৪ হাজার ৭৯১ জন। দেশে করোনায় সুস্থতার হার বর্তমানে ৯৭.৪৫%। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৯ লক্ষ ৩ হাজার ২৮৯ জন। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৭৭৮ জন। যাঁদের মধ্যে করোনামুক্ত হয়েছেন ৩ কোটি ২০ লক্ষ ৬৩ হাজার ৬১৬ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৯৫ জন।
এদিক, দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার আবহে উদ্বেগ বাড়িয়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মু নামে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্টের হদিশ পেয়েছে হু। আপাতত করোনার এই নয়া ধরনের উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us